Alia-Ranbir: 'লোকের ভুল ধরতে ব্যস্ত সবাই', আলিয়াকে লিপস্টিক মুছতে বলেছিলেন রণবীর, সেই প্রসঙ্গে সরব নায়িকার মা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আলিয়ার ঠোঁটে লিপস্টিক পছন্দ করেন না রণবীর, সাম্প্রতিক আলিয়া ভাট একটি মেক আপ টিউটোরিয়ালে জানান এই কথা। শুধু তাই নয় অভিনেত্রী জানান লিপস্টিক লাগালেই রণবীর কাপুর বলেন, 'ওয়াইপ ইট অফ। তা নিয়ে রণবীরকে হতে হয়েছে কটাক্ষ ও ট্রোলিং-এর শিকার। আর এই সমস্ত কিছুর মধ্যেই এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ আলিয়ার মা সোনি রাজদান।
আলিয়ার ঠোঁটে লিপস্টিক পছন্দ করেন না রণবীর, সাম্প্রতিক আলিয়া ভাট একটি মেক আপ টিউটোরিয়ালে জানান এই কথা। শুধু তাই নয় অভিনেত্রী জানান লিপস্টিক লাগালেই রণবীর কাপুর বলেন, ‘ওয়াইপ ইট অফ’। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
এই মন্তব্যের জন্য বিতর্কের জড়িয়ে পড়েন রণবীর, নানা কটাক্ষের শিকার হতে হয় অভিনেতাকে। পাশাপাশি স্ত্রীকে এভাবে যে বলা উচিত নয়, এটাকে একপ্রকার স্ত্রীর প্রতি হুকুম দেওয়ার মতো মনে হচ্ছে তাও বলতে ছাড়েনি নেটিজেনরা। সঙ্গে চলতে থেকেছে ট্রোলিংও। আর এই সমস্ত কিছুর মধ্যেই এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ আলিয়ার মা সোনি রাজদান।
advertisement
advertisement
সোনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘মূর্খতার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, পুরনো ধ্যান-ধারণা ত্যাগ করুন… লোকের ভুল ধরতে ব্যস্ত সবাই। তারপর সেই সব বিষয় একে-অন্যের সঙ্গে নিয়ে আলোচনা করা, আসলে তাছাড়া তো আর তাদের অন্য কোনও কাজ নেই।” ব্যঙ্গ করে লেখেন ‘একটা অদ্ভুত মজার দুনিয়ায় আমরা বাস করছি।’
advertisement
প্রসঙ্গত, ভিডিওতে আলিয়া বলেছিলেন যে তিনি তার লিপস্টিকটি মুছেন কারণ রণবীর তাকে এটি মুছতে বলবেন। “আমি একটু অদ্ভুত ভাবে লিপস্টিক লাগাই।” তারপর তিনি ঠোঁটটা জুড়ে লিপস্টিকটা এক জায়গায় রেখে ঠোঁটটা এদিক, ওদিক করে নেন।
advertisement
তারপর অভিনেত্রী বলেন, ” আমি জানি এটা খুবই অদ্ভুত। কিন্তু আমি এটাই করি কারণ, অনেক সময়ই যখন স্বাভাবিক ভাবে লিপস্টিক লাগাতে যাই কেমন যেন মনে হয় আমার ঠোঁটের উপর দিয়ে কিছু একটা যাচ্ছে, ওই বিষয়টায় আমার কিছুটা বিরক্তই লাগে। তাই আমি এরকমই করি, তারপর আঙ্গুলে করে ঘষে কিছুটা তুলেও ফেলি। কারণ আমরা যখন রাতে বাইরে যেতাম, স্বামী রণবীরও বলত ‘ওটা মুছে দাও’। কারণ ও আমার ঠোঁটের আসল রঙটাই পছন্দ করে।”
advertisement
বিয়ের আগে চার বছরেরও বেশি সময় ধরে একে-অপরকে ডেট করেছিলেন আলিয়া ও রণবীর। গত বছরের নভেম্বরে তাঁদের ঘরে নতুন অতিথি আসে। রাহাকে নিয়ে এখন ভরা সংসার ‘রালিয়া’র।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 5:31 PM IST