Mamata Banerjee and Amitabh Bachchan: মুম্বই সফরে অমিতাভের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! অগাস্ট শেষে চমক
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মুম্বই সফরে। সেখানে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আগামী ৩০ তারিখ মুম্বই সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মুম্বই সফরে। সেখানে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আগামী ৩০ অগাস্ট মুম্বই সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩০ অগাস্ট বিকেলে মুম্বই পৌঁছেই অমিতাভ-জয়ার বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। অমিতাভের বাড়ি যাওয়ার পাশাপাশি, মনে করা হচ্ছে রাজ্যের বেশ কিছু বিষয় নিয়েও অমিতাভ বচ্চনের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী । ৩১ অগাস্ট ইন্ডিয়া জোটের বৈঠকে ডিনারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ের একটি বেসরকারি হোটেলে ১ সেপ্টেম্বর সকালে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়ে, বিকেলেই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
প্রত্যেকবারই চলচ্চিত্র উৎসবে অতিথির আসনে উপস্থিত থাকেন অমিতাভ বচ্চন। অভিনেতার সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বঙ্গ কন্যা জয়াকে বিয়ের সূত্রে তিনি বাংলার জামাইও বটে। তবে কেবল তিনি নন জয়া বচ্চনের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অতন্ত্য সুসম্পর্ক রয়েছে। মমতার হয়ে নির্বাচনের সময় জয়াকে প্রচার করতেও দেখা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 6:46 PM IST