Rising India 2023: কাশ্মীর এখন স্বাভাবিক, ৩৭০ বিলোপ দৃঢ় রাজনৈতিক চেতনার ফল, বললেন রাজনাথ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Rising India 2023: তাঁর বক্তব্যের শুরুতে রাজনাথ সিং বলেন, ভারতীয় অর্থনীতি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া অর্থনীতি৷
নয়াদিল্লি: নিউজ 18-এর রাইজিং ইন্ডিয়ায় কাশ্মীর নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তিনি বললেন, কাশ্মীর এখন আগের থেকে অনেক স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে৷ কাশ্মীরের এই পরিবর্তন ঘটেছে রাজনৈতিক দৃঢ় চেতনার ফলে৷
রাজনাথ এ দিনে সন্মেলন থেকে বলেন, ‘‘ জম্ম্ু ও কাশ্মীরকে ধারা ৩৭০ থেকে মুক্ত করার বিষয়টি একটি দৃঢ় রাজনৈতিক চেতনার ফল৷ জম্মু ও কাশ্মীর নিয়ে যে চেতনার প্রদীপ জ্বালিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই প্রদীপ এখনও জ্বলছে পুরোদমে৷ কাশ্মীরের অবস্থা দ্রুত স্বাভাবিক হচ্ছে ও দ্রুত স্বাভাবিকত্ত্বের দিকে এগিয়ে যাচ্ছে৷’’
আরও পড়ুন - 'সমগ্র অনগ্রসর শ্রেণিকে অপমান করেও রাহুল ক্ষমা চাননি', নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ায় মন্তব্য পীযূষ গোয়েলের
advertisement
advertisement
তাঁর বক্তব্যের শুরুতে রাজনাথ সিং বলেন, ভারতীয় অর্থনীতি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া অর্থনীতি৷ প্রতিদিন এটি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে৷ তিনি উল্লেখ করেন, ‘ফ্র্যাজাইল ৫’ থেকে এখন অর্থনীতি ‘ফ্যাবুলাস ৫’-এ পৌঁছে গিয়েছে৷ বর্তমানে ভারতের অর্থনীতি এমন একটা স্থানে পৌঁছে গিয়েছে, সেখানে গোটা পৃথিবী ভারতের দিকে তাকিয়ে আছে৷ কোভিডের সময় ভারত যে ভাবে অর্থনীিতকে দাঁড় করিয়েছে, তাতে সারা পৃথিবী সেদিকে তাকিয়ে আছে৷
advertisement
রাজনাথ সিং-এর পর ডিজিটাল সেক্টরে ভারতের উন্নতি নিয়ে অনেক কথা বলেছেন৷ তিনি বলেছেন, ভারত ডিজিটাল সেক্টরে বিপুল উন্নতি করেছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতদিন ভারতে ফাইভ জি প্রযুক্তি নিয়ে কাজ করেছেন৷ এর পর ভারতের প্রযুক্তির দিক নিয়ে ৬জি সার্ভিস নিয়ে আসছেন৷ ভারত পৃথিবীর সবচেয়ে সস্তা মোবাইল পরিষেবা দেয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 2:40 PM IST