Rajasthan news: এবার থেকে ঘরের কাজ সামলাবে যন্ত্রমানব! মানুষের সুরাহা করবে কৃষক-পুত্রের অনন্য আবিষ্কার

Last Updated:

আসলে ওই তরুণ একটি রোবট তৈরি করেছেন। যা ঘরের কাজ থেকে শুরু করে কৃষিকাজ - সব কিছুই করতে পারবে। এটি বানানোর জন্য ইতিমধ্যেই ৩ থেকে ৪ লক্ষ টাকার বিনিয়োগ এসেছে।

ঘরে-বাইরে নিত্য দিনের কাজ এবং তুমুল ব্যস্ততা সামলাতে গিয়ে হাঁপিয়ে ওঠে মানুষ। এবার কিছুটা হলেও স্বস্তি পাবে তারা। কারণ কাজের বোঝা কিছুটা হলেও ভাগ করে নেবে রোবট বা যন্ত্রমানব। এটাও কি সম্ভব? আসলে এই অসম্ভবকে সম্ভব করে তুলছেন রাজস্থানের এক কৃষকের পুত্র!
সংবাদমাধ্যম সূত্রে খবর, বমুরী কলান নামে একটি ছোট্ট গ্রামের বাসিন্দা যোগেশ নাগর। যিনি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের পড়ুয়া। বরাবরই উদ্ভাবনী কাজ করার নেশা তাঁর। নিজের সেই শখ বা স্বপ্ন পূরণ করতেই নানা নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি। সেই কাজেই সফল হতে চলেছেন যোগেশ। যা মানুষের জীবনে রীতিমতো বিপ্লব ঘটাতে চলেছে। পরিবর্তন আসতে পারে মানুষের জীবনযাত্রায়।
advertisement
advertisement
আসলে ওই তরুণ একটি রোবট তৈরি করেছেন। যা ঘরের কাজ থেকে শুরু করে কৃষিকাজ – সব কিছুই করতে পারবে। এটি বানানোর জন্য ইতিমধ্যেই ৩ থেকে ৪ লক্ষ টাকার বিনিয়োগ এসেছে। আসলে রোবটটি স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে। আর এই পন্থাতেই কাজ করবে তা। কী কী কাজ করতে পারবে রোবট, সেই প্রশ্নের উত্তরে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া জানান যে, উন্নত প্রযুক্তির রোবটটি ঘরের কাজ তো করবেই।
advertisement
পাশাপাশি বাচ্চাদের পড়াশোনাও করাবে। এমনকী কৃষিকাজেও সহায়ক হয়ে উঠবে ওই যন্ত্রমানব। এখানেই শেষ নয়, ধরা যাক কোনও বৃদ্ধ-বৃদ্ধাকে দেখভালের লোক নেই। সেই কাজও অনায়াসে করতে পারবে এই রোবট। এছাড়া স্কুলে পড়ানো বা শিশুদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজও করতে সক্ষম হবে ওই রোবটটি। বলা ভাল যে, ওই যন্ত্রমানবকে যে নির্দেশ দেওয়া হবে, সেই নির্দেশ মেনেই কাজ করবে সে।
advertisement
আসলে বাইরের কাজ সামলাতে গিয়ে ঘরের নানা কাজ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সেই কাজগুলিও করে দেবে এই রোবট। ফলে সুবিধা হবে মানুষের। যাতে সমস্ত কাজই নিখুঁত ভাবে সামলাতে পারে, সেই রকম ভাবেই প্রস্তুত করা হয়েছে ওই যন্ত্রমানবকে। যোগেশ জানাচ্ছেন, এখনও রোবটটি পুরোপুরি তৈরি হয়নি। এটির কাজ সম্পূর্ণ হওয়া এখনও বাকি। কাজ চলছে। কিছু দিনের মধ্যেই রোবটটি তৈরি হয়ে যাবে বলে আশা করছেন যোগেশ।
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan news: এবার থেকে ঘরের কাজ সামলাবে যন্ত্রমানব! মানুষের সুরাহা করবে কৃষক-পুত্রের অনন্য আবিষ্কার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement