Raja Raghuvanshi Latest News: 'সোনমের গোটা পরিবার...!', 'এই' পথেই বেরবে একে একে সব গোপন অপরাধ! রাজার দাদার আপিলে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে তদন্তের মোড়

Last Updated:

Sonam Raja Raghuvanshi Latest News: রাজা রঘুবংশী হত্যা মামলার রহস্য এখনও পুরোপুরি কাটেনি। আসল খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ ও তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উঠে আসছে, জানিয়েছে মেঘালয় পুলিশ।

News18
News18
ইনদওরঃ রাজা রঘুবংশী হত্যা মামলার রহস্য এখনও পুরোপুরি কাটেনি। আসল খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ ও তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উঠে আসছে, জানিয়েছে মেঘালয় পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের এবং ষড়যন্ত্রকারীদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সোনম রঘুবংশী, রাজ কুশওয়াহা এবং তিন সুপারি কিলার বন্ধু। এখনও পর্যন্ত পুলিশের দাবি, সোনমের ‘বয়ফ্রেন্ড’ রাজ কুশওয়াহা এই খুনের মূল ষড়যন্ত্রকারী এবং সোনম তাকে এই পুরো ষড়যন্ত্রে সমর্থন করেছিল। একইসঙ্গে রাজ রঘুবংশীকে হত্যার দায়িত্ব দেওয়া হয় তাদের পরিচিত তিনজনের হাতে।
তদন্তের চলাকালীন রাজা রঘুবংশীর দাদা সচিন রঘুবংশী মুখ ক্লহুলেছেন ফের। তাঁর দাবি সোনমকে দীর্ঘদিন ধরে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হোক, যাতে সব সত্যি সামনে চলে আসে। এর আগে সোনমের নার্কো অ্যানালিসিস টেস্টের দাবিও করেছেন তিনি, কারণ তাঁর অনুমান এই খুনের সঙ্গে আরও কেউ জড়িয়ে থাকতে পারে।
আরও পড়ুনঃ কাছের মানুষেরা ক্ষতিকর নাকি প্রয়োজনে জীবন দেবে! নাভির আকৃতিই বলে দেয় আপনি কেমন মানুষ! নিজেই মিলিয়ে নিন
ইনদওরের বাসিন্দা রাজা রঘুবংশী খুনের ঘটনায় নিহতের পরিবার নতুন দাবি তুলেছে। রাজার দাদা সচিন রঘুবংশীর অভিযোগ, মৃতের স্ত্রী সোনম রঘুবংশী পুলিশকে বিভ্রান্ত করছেন এবং হত্যার ষড়যন্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে রেখেছেন। সচিন সোনম ও অন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ইনদওরে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিলেন, যাতে খুনের প্রকৃত সত্য সামনে আসে। সচিন সোনমের পুরো পরিবারের নার্কো অ্যানালিসিস টেস্ট করারও দাবি জানিয়েছেন, কারণ তাঁর সন্দেহ আত্মীয় এবং বন্ধুরাও এই ষড়যন্ত্রে জড়িত।
advertisement
advertisement
সোনম ও তাঁর কথিত প্রেমিক রাজ কুশওয়াহার পুলিশি হেফাজতের মেয়াদ দু’দিন বাড়িয়েছে শিলং আদালত। এই মামলায় ধৃত আরও তিন অভিযুক্ত বিশাল চৌহান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মিকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। রাজা রঘুবংশীর মা উমা রঘুবংশী বলেন, ‘সোনম কেন আমার ছেলেকে মেরে ফেলল? তার কাছ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না।” সোনম, তার বন্ধুবান্ধব এবং সমস্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ সোনা, টাকা, পাসপোর্ট ছাড়াও ভস্মীভূত বিমান থেকে উদ্ধার হয় ‘বিশেষ’ একটি জিনিস! প্রথম উদ্ধারকর্তা রাজুর কথায় শিউরে উঠবেন
২৩ মে সোহরা (চেরাপুঞ্জি) থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান রাজা রঘুবংশী। ২ জুন গভীর খাদ থেকে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, সুপরিকল্পিতভাবে রাজাকে খুন করা হয়েছে। আর সেই খুনের পিছনে মূল চক্রী তাঁর স্ত্রী সোনম। রাজা ১১ মে ইনদওরে সোনমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০ মে দু’জনেই মধুচন্দ্রিমায় মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
advertisement
তদন্তে জানা গিয়েছে, গত ৮ জুন উত্তরপ্রদেশের গাজিপুরে সোনম আত্মসমর্পণ করে এবং রাজ কুশওয়াহা ও বাকি অভিযুক্তদের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গোটা পরিবার ইনদওরে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত। তদন্তে নেমে মেঘালয় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে ইতিমধ্যেই। তবে মৃতের পরিবার মামলাটি শিলং থেকে ইনদওরে স্থানান্তরের দাবি করছেন যাতে তারা ন্যায়বিচার আসে তাড়াতাড়ি।
বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Latest News: 'সোনমের গোটা পরিবার...!', 'এই' পথেই বেরবে একে একে সব গোপন অপরাধ! রাজার দাদার আপিলে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে তদন্তের মোড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement