Indian Railway: কখন ছেড়ে গিয়েছে ট্রেন, ঘুমিয়ে পড়েছিলেন? পরের স্টেশনে নামলেই জরিমানা? রেলের নিয়ম জানেন কি

Last Updated:

স্টেশন ছাড়ার পরও ট্রেনে থাকলে ব‍্যক্তি কি টিকিটবিহীন যাত্রী হিসেবে বিবেচিত হবে? নাকি পরের স্টেশনে বিনামূল্যে যাতায়াত করা যাবে?

কখন ছেড়ে গিয়েছে ট্রেন, ঘুমিয়ে পড়েছিলেন? পরের স্টেশনে নামলেই জরিমানা? রেলের নিয়ম জানেন কি
কখন ছেড়ে গিয়েছে ট্রেন, ঘুমিয়ে পড়েছিলেন? পরের স্টেশনে নামলেই জরিমানা? রেলের নিয়ম জানেন কি
ঘুম ভেঙে দেখলেন কখন যেন পেরিয়ে গিয়েছে নামবার স্টেশন। এমন ঘটনার সঙ্গে রেলযাত্রীরা কমবেশি সকলেই পরিচিত। ঘুমের কারণে, ভিড়ের চাপে কিংবা অন‍্য কোনও কারণে অনেক সময় স্টেশনে পেরিয়ে যায়।
কিন্তু এমন পরিস্থিতিতে স্টেশন ছাড়ার পরও ট্রেনে থাকলে ব‍্যক্তি কি টিকিটবিহীন যাত্রী হিসেবে বিবেচিত হবে? নাকি পরের স্টেশনে বিনামূল্যে যাতায়াত করা যাবে?
advertisement
রেলের নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে যাত্রী যাতায়াত করতে পারবে না। এমন কাজ করলে ওই যাত্রীর থেকে জরিমানা নেওয়া হয়। কিন্তু ভুলবশত স্টেশন ছেড়ে গেলেও কি একই নিয়ম খাটবে? এমন পরিস্থিতির জন‍্য রেলের নিয়ম কি?
advertisement
কোনও কারণে যদি যাত্রীর যে স্টেশন পর্যন্ত টিকিট নিয়েছেন, তার পরের স্টেশন পর্যন্তও যেতে হয়। তাহলে এমন পরিস্থিতিতে, ব‍্যক্তি নিজের টিকিট অর্থাত্‍ টিকিটে লেখা দূরত্ব বাড়াতেও পারেন। এর জন্য আপনাকে ট্রেনে TTE-র কাছে যেতে হবে। তাঁকে টিকিট দেখাতে হবে। তাঁকে টিকিট দেখাতে হবে। কেন নির্দিষ্ট স্টেশনের টিকিট কাটেন নি, সেই কারণও স্পষ্ট করতে হবে। এক্ষেত্রে টিটিই সামান‍্য কিছু অতিরিক্ত চার্জ নিয়ে টিকিটের সীমা বাড়িয়ে দেবেন।
advertisement
প্রসঙ্গত, এই নতুন টিকিট তৈরি করা হবে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে। অর্থাত্‍ যে স্টেশন পর্যন্ত টিকিট করা ছিল, সেখান থেকে নতুন স্টেশনের দূরত্বের ভাড়া নেওয়া হবে। পাশাপাশি, টিকিট এক্সটেনশন সুবিধা অসংরক্ষিত টিকিটের জন্য। অর্থাত্‍ জেনারেল টিকিটের ক্ষেত্রে যাত্রী যেকোনও সময় এই সুবিধা পেতে পারেন। কিন্তু রিজার্ভেশনের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা। রিজার্ভের টিকিট হলে, আসন খালি থাকলেই ব‍্যক্তি দূরত্ব বাড়াতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: কখন ছেড়ে গিয়েছে ট্রেন, ঘুমিয়ে পড়েছিলেন? পরের স্টেশনে নামলেই জরিমানা? রেলের নিয়ম জানেন কি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement