IRCTC Food Price Hike: ট্রেনের খাবারে 'সার্ভিস চার্জ' নেবে না রেল, বদলে চা কফি ছাড়া সবের দামে ব্যাপক বৃদ্ধি!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Railway Food Price Hike: আগে প্রাতঃরাশ, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকসের দাম ছিল যথাক্রমে ১০৫ টাকা, ১৮৫ টাকা এবং ৯০ টাকা, যেখানে প্রতিটি খাবারের সঙ্গেই ৫০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হত।
#নয়াদিল্লি: রেলের প্রিমিয়াম ট্রেনে আগে থেকে অর্ডার করা নয় এমন সমস্ত খাবার এবং পানীয়ের অন-বোর্ড পরিষেবা মূল্য আর নেওয়া হবে না। তবে, এর অর্থ এই নয় যে ট্রেনে খাবারের দাম কমছে! প্রাতঃরাশ, দুপুরের এবং রাতের খাবারের দামের সঙ্গে ৫০ টাকা যোগ করা হয়েছে। চা এবং কফির দাম সব যাত্রীদের জন্যই এক থাকবে। যারা প্রি-বুকিং করে রেখেছেন বা ট্রেনে অর্ডার দিয়েছেন তাঁরা খাবারের দামে কোনও বৃদ্ধি দেখতেই পাবেন না।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যক্তি ট্রেনের টিকিটের সঙ্গেই তাঁদের খাবার বুক না করে থাকেন, তবে ট্রেনে সফরের সময় খাবার অর্ডার করলে তাঁদের অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে, এমনকি ২০ টাকার চা বা কফির ক্ষেত্রেও। এখন, রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনের একজন যাত্রী যিনি আগে থেকে খাবারের বুকিং করেননি, তাঁদের চায়ের জন্য ২০ টাকা দিতে হবে (অর্থাৎ যাঁরা আগে থেকে খাবারের বুকিং করেছেন তাঁদের দেওয়া দামের সমান)। আগে এই ধরনের নন-প্রি-বুকড চায়ের দাম ছিল ৭০ টাকা, সার্ভিস চার্জ সহ।
advertisement
advertisement
আগে প্রাতঃরাশ, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকসের দাম ছিল যথাক্রমে ১০৫ টাকা, ১৮৫ টাকা এবং ৯০ টাকা, যেখানে প্রতিটি খাবারের সঙ্গেই ৫০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হত। যাত্রীদের এখন এই খাবারের জন্য ১৫৫ টাকা, ২৩৫ টাকা এবং ১৪০ টাকা দিতে হবে এবং খাবারের খরচের সঙ্গেই এখানে সার্ভিস চার্জ বা পরিষেবা মূল্য যোগ করা হচ্ছে।
advertisement
“শুধুমাত্র চা এবং কফির দামে পরিষেবা মূল্য ধরা হবে না। এতে যে যাত্রী প্রি-বুকিং করেননি তাঁরাও বুকিং করা যাত্রীর সমান দামই দেবেন। অন্যান্য সমস্ত খাবারের জন্য পরিষেবা মূল্যের পরিমাণ আগে থেকে বুক না করা খাবারের খরচের সঙ্গেই যোগ করা হয়েছে,” জানান IRCTC-র একজন কর্মকর্তা।
advertisement
বন্দে ভারত ট্রেনের জন্য, যে সমস্ত যাত্রীরা অন-বোর্ড পরিষেবা বুক করেননি তাঁদের প্রাতঃরাশ, দুপুরের খাবার বা রাতের খাবার, সন্ধ্যার স্ন্যাক্সের জন্য একই পরিমাণ খরচ করতে হবে যেটা তাঁরা পরিষেবা মূল্য সহযোগে দিতেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2022 11:31 AM IST