Chhattisgarh Borewell Rescue: প্রিন্স-পর্ব মনে করিয়ে ৫০০ উদ্ধারকর্মীর ১০৪ ঘণ্টার চেষ্টায় পরিত্যক্ত গভীর গর্ত থেকে উদ্ধার ছোট্ট রাহুল

Last Updated:

Chhattisgarh Borewell Rescue: মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করার পর স্বস্তিজনক পরিস্থিতি তার পরিবারে তথা প্রত্যেক দেশবাসীর মনে ৷

ছবি : ট্য়ুইটার
ছবি : ট্য়ুইটার
বিলাসপুর : ৫০০ উদ্ধারকর্মীর ১০৪ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর অবশেষে পাতকুয়োর পরিত্যক্ত গর্ত থেকে উদ্ধার করা হল ১১ বছর বয়সি রাহুল সাহুকে ৷ ছত্তীসগড়ের জঞ্জগির চম্পা জেলার বাসিন্দা ওই বালকের কথা বলা ও শ্রবণশক্তিতে সমস্যা রয়েছে আজন্ম ৷ মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করার পর স্বস্তিজনক পরিস্থিতি তার পরিবারে তথা প্রত্যেক দেশবাসীর মনে ৷
রাহুলের বাড়ি ছত্তীসগঢ়ের জঞ্জগির চম্পা জেলার মালখারোডা ব্লকের পিহরিড় গ্রামে৷ গত ১০ জুন, শুক্রবার দুপুর ২ টো নাগাদ খেলতে খেলতে আচমকাই সে পড়ে যায় তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা ৮০ ফুট গভীর বোরওয়েলে ৷ পরিত্যক্ত ওই কুয়োর ৬০ ফুট গভীরতায় আটকে যায় সে ৷ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF)-এর আধিকারিকরা,  সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন-সহ ৫০০ জনের বেশি সামিল হন উদ্ধারকারী দলে ৷ শুক্রবার বিকেল থেকেই শুরু হয় উদ্ধারপর্ব ৷
advertisement
শিশুদের পরিত্যক্ত বোরওয়েল থেকে উদ্ধার করে বাইরে আনার ক্ষেত্রে এটাই দীর্ঘতম উদ্ধারপর্ব ৷ এই ঘটনা মনে করিয়ে দিয়েছে ২০০৬ সালে প্রিন্স-পর্ব৷ হরিয়ানার কুরুক্ষেত্র এলাকার বাসিন্দা ওই কিশোরকে ৫০ ঘণ্টা পর বার করে আনা সম্ভব হয়েছিল পরিত্যক্ত বোরওয়েল থেকে ৷
advertisement
ছবি : সামাজিক মাধ্যম :
advertisement
আরও পড়ুন : মায়াপুরে ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব
রাহুলের উদ্ধারপর্ব ঠিকভাবে রূপায়িত হওয়ার ফলে স্বস্তিতে ছত্তীসগঢ় রাজ্য প্রশাসনও ৷ শুক্রবার থেকেই পুরো পরিস্থিতির উপর নজর রেখেছিলে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ তিনি ট্যুইট করেছেন, ‘‘সকলের প্রার্থনা ও উদ্ধারকারী দলের নিরবচ্ছিন্ন প্রয়াসে নিরাপদে উদ্ধার করা গিয়েছে রাহুলকে ৷’’ রাহুল যাতে এই অভিজ্ঞতার ঘোর কাটিয়ে দ্রুত সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠতে পারে, সে বিষয়েও শুভকামনা জানিয়েছেন তিনি ৷
advertisement
আরও পড়ুন :  আত্মীয়ের বাড়িতে আশ্রিতা মা-মেয়ে, গৃহশিক্ষকতা করে উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল পিতৃহীন ছাত্রীর
advertisement
advertisement
ভয়াবহ ও দুঃসহ এই অভিজ্ঞতার পর এখন কেমন আছে রাহুল? বিলাসপুরের জেলাশাসক জিতেন্দ্র শুক্লা জানিয়েছেন, ‘‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ সে দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে ৷’’ তিনি আরও জানান, গ্রিন করিডোর তৈরি করে প্রায় ১০০ কিমি পথ পাড়ি দিয়ে রাহুলকে বিলাসপুরে এনে ভর্তি করানো হয়েছে নামী বেসরকারি হাসপাতালে ৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chhattisgarh Borewell Rescue: প্রিন্স-পর্ব মনে করিয়ে ৫০০ উদ্ধারকর্মীর ১০৪ ঘণ্টার চেষ্টায় পরিত্যক্ত গভীর গর্ত থেকে উদ্ধার ছোট্ট রাহুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement