Lakhimpur Violence| Rahul Gandhi| মন্ত্রীকে সরিয়ে লখিমপুরের তদন্ত হোক, রাষ্ট্রপতির কাছে আর্জি রাহুল-প্রিয়াঙ্কার
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Lakhimpur Violence| Rahul Gandhi| রাজনৈতিক দলগুলোর কাছে লখিমপুর খেরি যেন পড়ে পাওয়া চোদ্দ আনা। দেশের সবচেয়ে বড় এই রাজ্যে বছর ফুরোলেই বিধানসভা নির্বাচন। তার আগে কৃষক ও দলিত ইস্যু হাতছাড়া করতে নারাজ কংগ্রেস, সপা, বসপা-র মতো বিরোধী দলগুলি। উল্টোদিকে বিজেপিও ব্রাহ্মণ তাস নিয়ে হাজির।
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুর জেলার তিকুনিয়া গ্রামের ঘটনার বিহিত চেয়েরাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করল। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী বললেন, "কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ইস্তফা এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চাই।"
রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা। গত ৩ অক্টোবরের ওই ঘটনায় ৪ কৃষক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।গত ১০ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাক্ষাৎ চেয়ে চিঠি দেয় কংগ্রেস। মঙ্গলবার সাক্ষাতের সময় নির্দিষ্ট করে রাষ্ট্রপতি ভবন। সেইমতো এদিন সকালে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী-সহ ৫ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। রাহুল গান্ধী ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এ কে এন্টনি, মল্লিকার্জুন খাড়গে এবং গুলাম নবি আজাদ।
advertisement
লখিমপুর খেরির ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দুষছে কংগ্রেস। দায়ী করা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে। পুরো ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। উত্তরপ্রদেশে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন লখনউ গেলেও লখিমপুর যাননি প্রধানমন্ত্রী। উল্টো দিকে, লখিমপুর যাওয়া নিয়ে বিস্তর নাটক হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে।পাল্টা লখিমপুর নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।
advertisement
advertisement
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, "রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দলিতের বন্ধু সাজার মিথ্যা নাটক করছেন। অথচ কংগ্রেস-শাসিত রাজস্থানে ক'দিন আগেই এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনায় কোনো তদন্ত হয়নি। এমনকী ধামাচাপা দেয়া হয়েছে পুরো ঘটনাটি।"
আরও পড়ুন-সাভারকার মুসলমানের শত্রু ছিলেন না, সংস্কৃতির ভেদাভেদ করেননি: মোহন ভাগবত
উল্লেখ্য ৩ অক্টোবর এর ঘটনায় চার কৃষকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের গাড়িতে চাপা পড়েছে ৪ কৃষকের মৃত্যুর পর ক্ষিপ্ত কৃষকরা পিটিয়ে মেরেছে আরও ৪জনকে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত করছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। ধৃতদের ১৩ দিন জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য আশীষ মিশ্রকে ৩দিন পুলিশ হেফাজতে নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
advertisement
-RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2021 1:55 PM IST