Rahul Gandhi: আন্দোলনে প্রয়াত কৃষকদের ক্ষতিপূরণ দিক কেন্দ্র, লোকসভায় সরব হলেন রাহুল গান্ধি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi Speaks about farmers issue in Loksabha: গত ৩০ নভেম্বর একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, কৃষকদের মৃত্যুর বিষয়ে কোনও তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে নেই।
#নয়াদিল্লি: লোকসভার (Loksabha Winter Session) ফের উঠল কৃষক আন্দোলনের ইস্যু। তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। মঙ্গলবার লোকসভায় জিরো আওয়ারের সময় কৃষক আন্দোলনের প্রসঙ্গ তোলেন রাহুল। বলেন, দিল্লিতে কৃষক আন্দোলন (Farmers Movement In Delhi) চলার সময় যে কৃষকরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের পরিবারের হাতে অবিলম্বে ক্ষতিপূরণ তুলে দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। কারণ, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিনি কেন্দ্রকে আক্রমণ করেন প্রয়াত কৃষকদের সংখ্যা নির্ধারণে অক্ষমতা দেখেও। এক বছর ধরে চলা আন্দোলনের সময় প্রয়াত কৃষকদের সংখ্যা ঠিক কত, তার স্পষ্ট পরিসংখ্যান কেন্দ্রের কাছে কেন নেই, তা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল। তিনি বললেন, এই কৃষকরা হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের।
লোকসভায় তিনি দাবি করেন, আন্দোলন চলাকালীন মোট ৭০০ কৃৃষকের মৃত্যু হয়েছে। এ দিকে গত ৩০ নভেম্বর একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, কৃষকদের মৃত্যুর বিষয়ে কোনও তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে নেই। রাহুল উল্লেখ করেন, ইতিমধ্যে পঞ্জাব সরকার ৪০০ কৃষক পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে। এ ছাড়াও ১৫২ জনকে সরকারি চাকরি দেওয়া সম্ভব হয়েছে। তাঁর কাছে হরিয়ানার ৭০ কৃষকের তালিকা আছে, যাঁদের কৃষক আন্দোলনের সময় মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
এই নিয়ে সরকারের কাছে একটি বিবৃতিও দাবি করেন রাহুল গান্ধি। এর পর এনসিপি ও ডিএমকে সাংসদের নিয়ে লোকসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস। শীতকালীন অধিবেশ প্রথম থেকেই উত্তাল রয়েছে নানা কারণে। প্রাথমিক ভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা, তার পর নাগাল্যান্ডের ঘটনা, কৃষক আইন প্রত্যাহার, একের পর এক ইস্যুতে বার বার পারদ চড়ছে সংসদের উভয় কক্ষেই। সেই লাগাতার সরকার বিরোধিতার পারদই জাগিয়ে রাখতে চাইছেন রাহুল।
advertisement
মঙ্গলবার সংসদের উভয় কক্ষেই মুলতুবি প্রস্তাব পেশ করে কংগ্রেস। লোকসভায় প্রস্তাব পেশ করেন রাহুল। কৃষকদের ক্ষতিপূরণ থেকে একাধিক ইস্যু তুলে ধরার পাশাপাশি রাজ্যসভায় কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য নিয়ে আইন আনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেসের দীপেন্দ্র সিংহ হুডা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2021 7:41 PM IST