Rahul Gandhi: রাহুল গান্ধির আজ অ্যাসিড টেস্ট! কী করবেন আর কতটা সুযোগ পাবেন, তোলপাড় দেশ
- Published by:Salmali Das
Last Updated:
Rahul Gandhi: যুক্তরাষ্ট্রে ভারতের গণতন্ত্র নিয়ে মন্তব্যের জেরে বিজেপির ক্ষোভের মুখে পড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি আশাবাদী যে তাঁকে আজ শুক্রবার সংসদে কথা বলার অনুমতি দেওয়া হবে।
দিল্লিঃ যুক্তরাষ্ট্রে ভারতের গণতন্ত্র নিয়ে মন্তব্যের জেরে বিজেপির ক্ষোভের মুখে পড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুল গান্ধিকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, এই দাবিতে গত তিনদিন ধরে সংসদে অনড় বিজেপি নেতারা। অন্যদিকে বিরোধী সদস্যরা আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে একটি যৌথ সংসদীয় কমিটির তদন্তের জন্য দাবি জানিয়েছে। এই দুই কারণে সংসদের দুই কক্ষেই স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়েছে। তিনদিন পর রাহুল গান্ধি বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে যোগ দেন।
বৃহস্পতিবার, কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠকে, রাহুল গান্ধি বলেছেন যে তিনি সংসদ ভবনে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন এবং তাঁর অবস্থানের কথা জানিয়েছিলেন। একজন নির্বাচিত সাংসদ হিসাবে তাঁর কথা বলার অধিকার আছে, বিশেষ করে যখন চারজন মন্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
advertisement
advertisement
রাহুল গান্ধির কথায় “যদি ভারতে গণতন্ত্র থেকে থাকে এখনও, তাহলে আমি সংসদে আমার কথাগুলো বলতে পারব। আসলে আপনারা যা দেখছেন তা ভারতের গণতন্ত্রের পরীক্ষা। বিজেপির চারমন্ত্রী একজন সাংসদকে নিয়ে অভিযোগ করার পরে, সেই সাংসদকে কি তাঁর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে নাকি চুপ থাকতে বলা হবে? এই মুহূর্তে দেশবাসীর সামনে সেটাই আসল প্রশ্ন।”
advertisement
আরও পড়ুনঃ দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে এলোপাথাড়ি হাওয়া.. কৃষকদের জন্য 'বড়' নির্দেশ হাওয়া অফিসের
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জাতীয় সভাপতি জে.পি নাড্ডা শুক্রবার রাহুল গান্ধিকে যুক্তরাষ্ট্রে তাঁর মন্তব্যের জন্য তীব্র আক্রমণ করে বলেন যে কংগ্রেসের ওয়েনাদের সাংসদ ‘ দেশদ্রোহী দলের স্থায়ী সদস্য হয়ে উঠেছেন।’ তিনি এএনআই-কে আরও বলেন ‘এটি দুর্ভাগ্যজনক যে কংগ্রেস দল দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। বারবার দেশবাসীর দ্বারা প্রত্যাখিত হওয়ার পরে, রাহুল গান্ধি এখন দেশদ্রোহী দলের স্থায়ী সদস্য হয়ে উঠেছেন।"
advertisement
রাহুল গান্ধি বিদেশের মাটিতে "ভারতকে অপমান করেছেন" বলে বিজেপির করা অভিযোগের জবাব দেননি এদিনের সাংবাদিক বৈঠকে। তিনি বলেছেন যে তিনি আশাবাদী যে তাঁকে আজ শুক্রবার সংসদে কথা বলার অনুমতি দেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
March 17, 2023 1:27 PM IST