Rahul Gandhi || Narendra Modi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারের সমালোচনা! দেশে রাহুলের বিরুদ্ধে 'ব্যবস্থা'র তোড়জোড়

Last Updated:

গত ৭ ফেব্রুরি, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। মোদি সম্পর্কে রাহুলের মন্তব্যকে 'অসম্মানজনক, বিভ্রান্তিমূলক এবং অসংসদীয়' বলে দাবি করেন ওই বিজেপি নেতারা।

নয়াদিল্লি: ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে যখন মোদি সরকারের তুলোধনা করছেন রাহুল, ঠিক তখনই দেশের মাটিতে তাঁর বিরুদ্ধে এক এক করে ঘুঁটি সাজাচ্ছেন বিজেপি নেতারা। সূত্রের খবর, গত ফেব্রুয়ারিতে অধিবেশন কক্ষে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রাহুল গান্ধি যা বলেছিলেন, এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করছে সংসদের প্রিভিলেজ কমিটি।
গত ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনে বক্তৃতা করার সময়, দেশের এক শিল্পপতির সঙ্গে নরেন্দ্র মোদির নাম জড়িয়ে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ। এমনকি, একটি ছবিও দেখিয়েছিলেন। ওয়ানাদের কংগ্রেস সাংসদের সেই মন্তব্য ঘিরে তপ্ত হয়ে উঠেছিল সংসদ অধিবেশন। এরপরেই রাহুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সম্পর্কে প্রমাণ ছাড়া অসম্মানজনক কথা বলার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস আনেন বিজেপি সাংসদেরা।
advertisement
আরও পড়ুন: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
গত ৭ ফেব্রুয়ারি, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। মোদি সম্পর্কে রাহুলের মন্তব্যকে 'অসম্মানজনক, বিভ্রান্তিমূলক এবং অসংসদীয়' বলে দাবি করে বিজেপি।
advertisement
এবার রাহুলের মন্তব্য়ের পুঙ্খাবুপুঙ্খ বিবরণ পেতে ওই দুই বিজেপি সাংসদকে নোটিস দিয়ে তলব করল সংসদের প্রিভিলেজ কমিটি। আগামী ১৪ মার্চ ডেকে পাঠানো হয়েছে তাঁদের।
advertisement
আরও পড়ুন: কেমব্রিজে রাহুল, তার মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হল সনিয়াকে
ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্রদের সামনে বক্তৃতা করার জন্য আমন্ত্রিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। প্রত্যাশা মতোই তাঁর এদিনের বক্তব্যে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল স্বীকার করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে শুরু হওয়া উজ্জ্বলা যোজনা এবং পিএম জন ধন যোজনা অবশ্যই ভাল প্রকল্প৷ কিন্তু মাত্র দুটি প্রকল্পের ভিত্তিতে তিনি মোদি সরকারের সাফল্য বিচার করতে চান না৷ কারণ নরেন্দ্র মোদি দেশকে ধ্বংস করছেন বলেই অভিযোগ করেছেন রাহুল৷ এর পাশাপাশি, কংগ্রেস নেতার দাবি, নরেন্দ্র মোদির সরকার ভারতের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi || Narendra Modi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারের সমালোচনা! দেশে রাহুলের বিরুদ্ধে 'ব্যবস্থা'র তোড়জোড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement