Uttarpradesh: ভোট প্রচারে দাড়ি কেটেছিলেন, রায়বরেলির সেই ক্ষৌরকারকে কী উপহার দিলেন রাহুল গান্ধি?

Last Updated:

তিনি আরও জানিয়েছেন, রাহুল গান্ধি তাঁর দোকানে আসার পর থেকেই সেখানে মানুষের আনাগোনা বেড়েছে। এর আগেও রাহুল সুলতানপুরের এক মুচিকেও আধুনিক জুতো সেলাই মেশিন দিয়ে সাহায্য করেছিলেন। ওই ব্যক্তি জানিয়েছিলেন, "আমরা গর্বিত যে রাহুল গান্ধি আমাদের সাংসদ।"

রাহুল গান্ধির এই উপহারে উচ্ছ্বসিত মিঠুন। picture courtesy- X
রাহুল গান্ধির এই উপহারে উচ্ছ্বসিত মিঠুন। picture courtesy- X
লখনউ: নিজের লোকসভা কেন্দ্রের এক ক্ষৌরকারকে অভিনব উপহার দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রায়বারেলির মিঠুন কুমারকে চুলদাড়ি কাটার সামগ্রী ‘উপহার’ হিসাবে পাঠালেন রাহুল। নির্বাচনের আগে প্রচার চলাকালীন তাঁর দোকান থেকেই একবার দাড়ি কেটেছিলেন তিনি।
ইতিমধ্যেই ওখানকার এক কংগ্রেস সাংসদের মাধ্যমে দু’টি চুল-দাড়ি কাটার চেয়ার, শ্যাম্পু করার চেয়ার এবং একটি ইনভার্টার ব্যাটারি পাঠিয়েছেন তিনি। এই উপহার পেয়ে রীতিমত উচ্ছ্বসিত মিঠুন। তিনি জানিয়েছেন, রাহুল গান্ধির থেকে এমন উপহার তিনি আশা করেননি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে লাড্ডু চুরি! দুই পড়ুয়াকে স্কুল থেকে বেরই প্রধানশিক্ষক
তিনি আরও জানিয়েছেন, রাহুল গান্ধি তাঁর দোকানে আসার পর থেকেই সেখানে মানুষের আনাগোনা বেড়েছে। এর আগেও রাহুল সুলতানপুরের এক মুচিকেও আধুনিক জুতো সেলাই মেশিন দিয়ে সাহায্য করেছিলেন। ওই ব্যক্তি জানিয়েছিলেন, “আমরা গর্বিত যে রাহুল গান্ধি আমাদের সাংসদ।”
advertisement
advertisement
গত ১৩ই মে লোকসভা নির্বাচন থেকে ফেরার পথে রায়বরেলির লালগঞ্জের বাইস্বরা ইন্টার কলেজ থেকে ফেরার পথে “নিউ মুম্বা দেবী হেয়ার কাটিং সেলুনের” সামনে এসে দাঁড়ান।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে নাবালিকাকে যৌন হেনস্থা, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত রেল কর্মচারীর
এরপরেই ওই সেলুনে ঢুকে দোকানের মালিক মিঠুন কুমারকে নতুন ব্যবসার ধারণাও দেন। এছাড়াও অবমাননার একটি মামলায় যখন রাহুল গান্ধি সুলতানপুর গিয়েয়েছিলেন সেখানেও এক মুচিকে আধুনিক সেলাই মেশিন উপহার দিয়েছিলেন তিনি। তাই ফের এই অপ্রত্যাশিত ‘উপহার’ পেয়ে এবার উচ্ছ্বসিত হলেন রায়বরেলির মিঠুন।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh: ভোট প্রচারে দাড়ি কেটেছিলেন, রায়বরেলির সেই ক্ষৌরকারকে কী উপহার দিলেন রাহুল গান্ধি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement