Uttarpradesh: চলন্ত ট্রেনে নাবালিকাকে যৌন হেনস্থা, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত রেল কর্মচারীর

Last Updated:

পুলিশ সূত্রে খবর, বুধবার, ট্রেন সংখ্যা ০২৫৬৩ বারুনি-নিউ দিল্লি হমসফর এক্সপ্রেসের থার্ড এসি কামরায় এই ঘটনাটি ঘটে। রেলের গ্রুপ ডি কর্মী প্রশান্ত কুমারের বিরুদ্ধে অভিযোগ ওঠে এক ১১ বছর বয়সী নাবালালিকাকে যৌন হেনস্থার। তাঁর পরিবার এই অভিযোগ করার পরেই ট্রেনে থাকা সহযাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরেই প্রশান্তের উপর চড়াও হন তাঁরা।

হমসফরের থার্ডএসিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে।
প্রতীকী ছবি
হমসফরের থার্ডএসিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। প্রতীকী ছবি
লখনউ: চলন্ত ট্রেনের মধ্যে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক রেল কর্মচারীর বিরুদ্ধে। ঘটনা সামনে আসার পর অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলেন উন্মত্ত জনতা। ঘটনাটি দিল্লিগামী একটি ট্রেনের। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে ওই নাবালিকাকে লখনউে যৌন হেনস্থা করা হয়।
পুলিশ সূত্রে খবর, বুধবার, ট্রেন সংখ্যা ০২৫৬৩ বারুনি-নিউ দিল্লি হমসফর এক্সপ্রেসের থার্ড এসি কামরায় এই ঘটনাটি ঘটে। রেলের গ্রুপ ডি কর্মী প্রশান্ত কুমারের বিরুদ্ধে অভিযোগ ওঠে এক ১১ বছর বয়সী নাবালালিকাকে যৌন হেনস্থার। তাঁর পরিবার এই অভিযোগ করার পরেই ট্রেনে থাকা সহযাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরেই প্রশান্তের উপর চড়াও হন তাঁরা।
advertisement
ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের সিয়ান থেকে বুধবারই রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁরা ট্রেনে ওঠেন। প্রশান্ত ওই নাবালিকাকে নিজের সিটে বসতে দেন। তাঁর মা যখন শৌচাগারে যান অভিযোগ তখনই যৌন হেনস্থা করে প্রশান্ত।
advertisement
advertisement
নাবালিকার মা ফিরে আসতেই সে তাঁর মায়ের কাছে গিয়ে কাঁদতে শুরু করে। তা দেখে সন্দেহ হওয়ায় কারণ জিজ্ঞেস করতেই সমস্ত ঘটনা সামনে আসে। এরপরেই বছর ৩৪-এর প্রশান্তের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শিশুটির পরিবার-সহ ট্রেনে থাকা সহযাত্রীরাও। প্রশান্তকে প্রায় দেড় ঘণ্টা ধরে গণপিটুনি দেওয়া হয়। যখন ট্রেন কানপুর সেন্ট্রালে এসে পৌঁছায় ততক্ষণে মারা গিয়েছেন প্রশান্ত।
advertisement
ইতিমধ্যেই কানপুর জিআরপির কাছে মৃত প্রশান্তের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। অন্যদিকে, মৃত প্রশান্তের কাকা এই ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh: চলন্ত ট্রেনে নাবালিকাকে যৌন হেনস্থা, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত রেল কর্মচারীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement