Rahul Gandhi: ধনখড়কে নকল করে কল্যাণের অভিনয়ের ভিডিও করেছিলেন? বিতর্কের মধ্যে মুখ খুললেন রাহুল

Last Updated:

কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য এ দিন দাবি করেছেন, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না৷

ধনখড় বিতর্কে মুখ খুললেন রাহুল৷
ধনখড় বিতর্কে মুখ খুললেন রাহুল৷
কলকাতা: সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রায় দেড়শো জন সাংসদকে৷ তারই প্রতিবাদে মঙ্গলবার সংসদ ভবনের বাইরে মক পার্লামেন্ট বসিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা৷ সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ এই বিতর্কে নাম জড়িয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধির বিরুদ্ধেও৷ কারণ কল্যাণ যখন জগদীপ ধনখড়কে অনুকরণ করছিলেন বলে অভিযোগ, তখন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধিকে৷
এই ঘটনার পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি করে রাহুলের সমালোচনায় সরব হয়েছিল বিজেপি৷ কংগ্রেস নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জগদীপ ধনখড় নিজেও৷ শেষ পর্যন্ত এই বিতর্কে মুখ খুললেন রাহুল৷
এ দিন রাহুলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস সাংসদ দাবি করেন, তিনি শুধুমাত্র বিরোধী সাংসদদের একত্রে বসে প্রতিবাদেরই ভিডিও করেছিলেন৷ কল্যাণের অনুকরণকে নয়৷ কংগ্রেস শীর্ষ নেতা বলেন, ‘কে, কাকে কীভাবে অপমান করল? ওখানে সব সাংসদরা বসেছিলেন, আমি সেই ভিডিও তুলেছিলাম৷ যা এখনও আমার ফোনেই রয়েছে৷’
advertisement
advertisement
বরং পাল্টা প্রশ্ন তুলে রাহুল বলেন, ‘আমাদের প্রায় দেড়শো জন সাংসদকে বের করে দেওয়া হল৷ তা নিয়ে কোনও আলোচনা নেই৷ দেশে বেড়ে চলা বেকারত্ব নিয়ে সংসদে কোনও আলোচনা নেই৷’
advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য এ দিন দাবি করেছেন, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না৷ একই সঙ্গে তৃণমূল সাংসদ দাবি করেছেন, ‘মিমিক্রি করাটাও একটা শিল্প৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি নিজেও অন্যকে অনুকরণ করেছেন৷ আপনারা চাইলে আমি সেই ভিডিও দেখিয়ে দিতে পারি৷’
অন্যদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ফোন করে গতকালের এই ঘটনার সমালোচনা করে তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছেন৷ কয়েকজন সাংসদের ভূমিকারও প্রধানমন্ত্রী নিন্দা করেছেন বলে দাবি করেছেন উপরাষ্ট্রপতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: ধনখড়কে নকল করে কল্যাণের অভিনয়ের ভিডিও করেছিলেন? বিতর্কের মধ্যে মুখ খুললেন রাহুল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement