Rahul Gandhi: ধনখড়কে নকল করে কল্যাণের অভিনয়ের ভিডিও করেছিলেন? বিতর্কের মধ্যে মুখ খুললেন রাহুল

Last Updated:

কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য এ দিন দাবি করেছেন, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না৷

ধনখড় বিতর্কে মুখ খুললেন রাহুল৷
ধনখড় বিতর্কে মুখ খুললেন রাহুল৷
কলকাতা: সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রায় দেড়শো জন সাংসদকে৷ তারই প্রতিবাদে মঙ্গলবার সংসদ ভবনের বাইরে মক পার্লামেন্ট বসিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা৷ সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ এই বিতর্কে নাম জড়িয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধির বিরুদ্ধেও৷ কারণ কল্যাণ যখন জগদীপ ধনখড়কে অনুকরণ করছিলেন বলে অভিযোগ, তখন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধিকে৷
এই ঘটনার পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি করে রাহুলের সমালোচনায় সরব হয়েছিল বিজেপি৷ কংগ্রেস নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জগদীপ ধনখড় নিজেও৷ শেষ পর্যন্ত এই বিতর্কে মুখ খুললেন রাহুল৷
এ দিন রাহুলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস সাংসদ দাবি করেন, তিনি শুধুমাত্র বিরোধী সাংসদদের একত্রে বসে প্রতিবাদেরই ভিডিও করেছিলেন৷ কল্যাণের অনুকরণকে নয়৷ কংগ্রেস শীর্ষ নেতা বলেন, ‘কে, কাকে কীভাবে অপমান করল? ওখানে সব সাংসদরা বসেছিলেন, আমি সেই ভিডিও তুলেছিলাম৷ যা এখনও আমার ফোনেই রয়েছে৷’
advertisement
advertisement
বরং পাল্টা প্রশ্ন তুলে রাহুল বলেন, ‘আমাদের প্রায় দেড়শো জন সাংসদকে বের করে দেওয়া হল৷ তা নিয়ে কোনও আলোচনা নেই৷ দেশে বেড়ে চলা বেকারত্ব নিয়ে সংসদে কোনও আলোচনা নেই৷’
advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য এ দিন দাবি করেছেন, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না৷ একই সঙ্গে তৃণমূল সাংসদ দাবি করেছেন, ‘মিমিক্রি করাটাও একটা শিল্প৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি নিজেও অন্যকে অনুকরণ করেছেন৷ আপনারা চাইলে আমি সেই ভিডিও দেখিয়ে দিতে পারি৷’
অন্যদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ফোন করে গতকালের এই ঘটনার সমালোচনা করে তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছেন৷ কয়েকজন সাংসদের ভূমিকারও প্রধানমন্ত্রী নিন্দা করেছেন বলে দাবি করেছেন উপরাষ্ট্রপতি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: ধনখড়কে নকল করে কল্যাণের অভিনয়ের ভিডিও করেছিলেন? বিতর্কের মধ্যে মুখ খুললেন রাহুল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement