Rahul Gandhi on Modi: 'বারাণসী থেকে মোদি ২-৩ লক্ষ ভোটে হারতেন! যদি...' বিস্ফোরক রাহুল গান্ধি! আগাম ইঙ্গিত?

Last Updated:

Rahul Gandhi on Modi: প্রসঙ্গত, গান্ধি পরিবারের বিরুদ্ধে বারবার ‘পরিবারবাদ’ নিয়ে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি। তার জবাবেও পাল্টা আক্রমণে রাহুল গান্ধি।

রাহুলের বিস্ফোরক দাবি
রাহুলের বিস্ফোরক দাবি
নয়াদিল্লি: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপির আসন সংখ্যা কমেছে, একইসঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের সঙ্গে নরেন্দ্র মোদির ঝুলিতে থাকা ভোটের ব্যবধানও অন্যান্য বারের তুলনায় কমেছে। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধি। তাঁর দাবি, যদি বারাণসী কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতেন প্রিয়াঙ্কা গান্ধি, তাহলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুই থেকে তিন লক্ষ ভোটে হারিয়ে দিতেন। রাহুলের দাবি, দেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন, তাঁরা মোদির রাজনীতিতে সন্তুষ্ট নন।
প্রসঙ্গত, গান্ধি পরিবারের বিরুদ্ধে বারবার ‘পরিবারবাদ’ নিয়ে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি। তার জবাবেও পাল্টা আক্রমণে রাহুল। মোদি সরকারের নতুন মন্ত্রিসভায় ২০ জন নেতা-মন্ত্রীর ছেলেকে জায়গা দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ তুলে রাহুলের কটাক্ষ, ‘‘কথায় ও কাজে ফারাকের নামই নরেন্দ্র মোদি!’’ তাঁর কথায়, ”আমি একথা কোনও ঔদ্ধত্য থেকে বলছি না। আমি একথা বলছি কারণ ভারতের মানুষ প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন তাঁরা ওঁর রাজনীতি নিয়ে সন্তুষ্ট নন। ঘৃণা ও হিংসার বিরুদ্ধে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন ভারতীয় নাগরিকরা।”
advertisement
advertisement
লোকসভা ভোটে রায়বেরেলিতে রাহুল গান্ধির জয় ও অমেঠিতে স্মৃতি ইরানিকে হারিয়ে কংগ্রেসের কিশোরীলাল শর্মার জয়ের জন্য দুই লোকসভা কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার রাহুল ও প্রিয়ঙ্কা রায়বেরেলি গিয়েছিলেন। বুধবার রাহুল কেরলের ওয়েনাডের মানুষকেও ধন্যবাদ জানাতে যাবেন বলে খবর।
advertisement
নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, ”বারাণসীতে নরেন্দ্র মোদি কোনও ক্রমে বেঁচে গিয়েছেন। বারাণসীতে এ বার মোদির জয়ের ব্যবধান পাঁচ লক্ষ থেকে কমে দেড় লক্ষ হয়েছে। আমার বোন প্রিয়ঙ্কা লড়লে ২ থেকে ৩ লক্ষ ভোটে মোদিকে হারতে হত।’’ এদিকে, মোদি নিজে ১৮ জুন বারাণসী যাচ্ছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi on Modi: 'বারাণসী থেকে মোদি ২-৩ লক্ষ ভোটে হারতেন! যদি...' বিস্ফোরক রাহুল গান্ধি! আগাম ইঙ্গিত?
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement