Rafale Jet: পাকিস্তান নাকি ধ্বংস করেছিল, দিল্লির আকাশে উড়ল সেই রাফাল! প্রজাতন্ত্র দিবসে মিথ্যে ফাঁস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুক্রবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের যে ভিডিও ভারতীয় বায়ুসেনা পরে প্রকাশ করেছে, তাতেভারতীয় বায়ুসেনার হাতে থাকা বিএস-০২২ নম্বরের রাফাল যুদ্ধবিমানটিকেও উড়তে দেখা গিয়েছে৷
দিল্লির কর্তব্যপথের আকাশে সোমবার ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের উদযাপনে চোখ ধাঁধানো কসরৎ তুলে ধরে ভারতীয় বায়ু সেনা৷ আকাশপথে ভারত এখন কতটা শক্তিশালী, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনা৷ সোমবারের ফ্লাই পাস্টে অংশ নিয়েছিল রাফাল যুদ্ধবিমানও৷
শুক্রবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের যে ভিডিও ভারতীয় বায়ুসেনা পরে প্রকাশ করেছে, তাতেভারতীয় বায়ুসেনার হাতে থাকা বিএস-০২২ নম্বরের রাফাল যুদ্ধবিমানটিকেও উড়তে দেখা গিয়েছে৷ ঘটনাচক্রে গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার বিএস-০২২ নম্বরের রাফাল যুদ্ধবিমানকে তারা ধ্বংস করেছে৷ পাক বায়ুসেনার এই দাবি যে মিথ্যে এবং ভিত্তিহীন, তা আগেই জানিয়েছিল ভারত৷ এবার হাতেনাতে তার প্রমাণও মিলল৷
advertisement
Formation (4/8) pic.twitter.com/hqtM7fZLD0
— Indian Air Force (@IAF_MCC) January 26, 2026
advertisement
Formation (6/8) pic.twitter.com/wH5xvFl7V1
— Indian Air Force (@IAF_MCC) January 26, 2026
পাকিস্তান ভিত্তিক সমাজমাধ্যমের বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকেও অপারেশন সিঁদুরের সময় লাগাতার প্রচার চালিয়ে দাবি করা হয়েছিল, রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের হাতে থাকা এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমও ধ্বংস করা হয়েছে৷ যদিও ভারত স্পষ্ট জানিয়েছিল, অপারেশন সিঁদুরের সময় তাদের কোনও রাফাল যুদ্ধবিমানের কোনও ক্ষতি হয়নি৷
advertisement
সোমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনার হাতে রাফাল বাদেও এসইউ-৩০ এমকেআই, মিগ-২৯, জাগুয়ার, আপাচে হেলিকপ্টার এবং ভারতীয় নৌবাহিনীর পি-৮আই বিমানকে কর্তব্যপথের উপর দিয়ে বিভিন্ন ফর্মেশনে উড়তে দেখা গিয়েছে৷ মোট ২৯টি এয়ারক্র্যাফ্ট, ১৬টি যুদ্ধবিমান, ৪টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট এবং ৯টি হেলিকপ্টার এই ফ্লাই পাস্ট-এ অংশ নেয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 7:05 PM IST







