Radhika Yadav Update: মেয়েকে যখন পর পর গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে বাবা! মা তখন কোথায়? পুলিশ যা জানাল মর্মান্তিক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷
গুরুগ্রাম: হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এর একটা বাড়ি৷ বৃহস্পতিবারের ঝকঝকে সকাল৷ ঘড়িতে সাড়ে ১০টা৷ সকালের সেই শান্তি খান খান হয়ে গেল পর পর ৫ টা গুলির আওয়াজে৷ মেয়েকে গুলি করে মারল বাবা৷ এখন প্রশ্ন, বাবা-মা ও মেয়ে৷ তিনজনেই তো একই বাড়ির একই তলায় থাকত৷ তাহলে ঘটনার সময় কোথায় ছিলেন মা?
বৃহস্পতিবার হরিয়াণার তরুণী টেনিস প্লেয়ার রাধিকা যাদবের খুনের ঘটনায় শোরগোল পরে গিয়েছে চতুর্দিকে৷ পুলিশ জানিয়েছে, খুনের সময় রাধিকা, রাধিকার বাবা এবং রাধিকার মা, তিনজনে ছিল ওই বাড়ির দোতলায়৷ নীচের তলায় ছিল কাকার পরিবার৷
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ছিল রাধিকার মা মঞ্জু দেবীর জন্মদিন৷ মা’কে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘটনার দিন সাকল সাড়ে ১০টার সময় রান্নাঘরে কিছু একটা বানাচ্ছিলেন রাধিকা৷ সেই সময়েই তাঁকে লক্ষ্য করে তাঁর লাইসেন্সড .৩২ বোরের রিভলভার থেকে পর পর ৫টি গুলি চালায় তাঁর বাবা দীপক৷ যার মধ্যে ৩টে গুলি লাগে রাধিকার কোমরে৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷
advertisement
গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, মেয়ের টেনিস কেরিয়ারের রমরমা নিয়ে বাবার তীব্র আপত্তি ছিল৷ পুলিশকে প্রাথমিক জেরায় দীপক জানিয়েছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’
Location :
Haryana
First Published :
July 11, 2025 1:33 PM IST