Radhika Yadav Update: মেয়েকে যখন পর পর গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে বাবা! মা তখন কোথায়? পুলিশ যা জানাল মর্মান্তিক

Last Updated:

পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷

News18
News18
গুরুগ্রাম: হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এর একটা বাড়ি৷ বৃহস্পতিবারের ঝকঝকে সকাল৷ ঘড়িতে সাড়ে ১০টা৷ সকালের সেই শান্তি খান খান হয়ে গেল পর পর ৫ টা গুলির আওয়াজে৷ মেয়েকে গুলি করে মারল বাবা৷ এখন প্রশ্ন, বাবা-মা ও মেয়ে৷ তিনজনেই তো একই বাড়ির একই তলায় থাকত৷ তাহলে ঘটনার সময় কোথায় ছিলেন মা?
বৃহস্পতিবার হরিয়াণার তরুণী টেনিস প্লেয়ার রাধিকা যাদবের খুনের ঘটনায় শোরগোল পরে গিয়েছে চতুর্দিকে৷ পুলিশ জানিয়েছে, খুনের সময় রাধিকা, রাধিকার বাবা এবং রাধিকার মা, তিনজনে ছিল ওই বাড়ির দোতলায়৷ নীচের তলায় ছিল কাকার পরিবার৷
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ছিল রাধিকার মা মঞ্জু দেবীর জন্মদিন৷ মা’কে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘটনার দিন সাকল সাড়ে ১০টার সময় রান্নাঘরে কিছু একটা বানাচ্ছিলেন রাধিকা৷ সেই সময়েই তাঁকে লক্ষ্য করে তাঁর লাইসেন্সড .৩২ বোরের রিভলভার থেকে পর পর ৫টি গুলি চালায় তাঁর বাবা দীপক৷ যার মধ্যে ৩টে গুলি লাগে রাধিকার কোমরে৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷
advertisement
গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, মেয়ের টেনিস কেরিয়ারের রমরমা নিয়ে বাবার তীব্র আপত্তি ছিল৷ পুলিশকে প্রাথমিক জেরায় দীপক জানিয়েছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav Update: মেয়েকে যখন পর পর গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে বাবা! মা তখন কোথায়? পুলিশ যা জানাল মর্মান্তিক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement