Anant Ambani Radhika Merchant Wedding: বাবা-কাকার হাত ধরে বিয়ের মণ্ডপে অনন্ত, রাধিকার রাজকীয় এন্ট্রি, চোখে জল নববধূর...

Last Updated:

Anant Ambani Radhika Merchant Wedding: শুক্রবার রাতে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের রাজকীয় পরিবেশে সাত পাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। উপস্থিতি ছিল তামাম বলিউড। পাশাপাশি শিল্পমহল এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা।

বাবা-কাকার হাত ধরে বিয়ের মণ্ডপে এলেন অনন্ত আম্বানি, রাধিকার রাজকীয় এন্ট্রিতে ঝলমল করে উঠল চারপাশ, কেমন ছিল সেই দৃশ্য?
বাবা-কাকার হাত ধরে বিয়ের মণ্ডপে এলেন অনন্ত আম্বানি, রাধিকার রাজকীয় এন্ট্রিতে ঝলমল করে উঠল চারপাশ, কেমন ছিল সেই দৃশ্য?
মুম্বই: বিয়ের মণ্ডপে অনন্ত আম্বানি। সে এক রাজকীয় ব্যাপার। চারপাশ যেন ঝলমল করে উঠল। তাঁর সঙ্গে ছিলেন বাবা মুকেশ আম্বানি এবং কাকা অনিল আম্বানি। অনন্তর প্রতি পদক্ষেপে ঝড়ে পড়ছিল রাজকীয়তা এবং ঐতিহ্য। মঞ্চের দিকে হাঁটার সময় উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা হয় অনন্তর। দু’জনে করমর্দনও করেন।
অন্যদিকে, রাধিকা মার্চেন্টের বিয়ের মণ্ডপে আসার দৃশ্যও ছিল একইরকম চোখধাঁধানো। নববধূ মণ্ডপে পা দিতেই একরকমের প্রশান্তিতে ভরে ওঠে চারপাশ। যেম কমনীয় আলোর আভায় উজ্জ্বল হয়ে উঠেছে সবকিছু। উপস্থিত সকলের মনোযোগ তখন শুধু তাঁর দিকেই। রাধিকার পরনে ছিল লাল-সাদা লেহঙ্গা। চেহারায় রাজকীয় আভা। মণ্ডপে শ্রেয়া ঘোষাল গাইছেন। আর ঢুকছেন রাধিকা। আনন্দাশ্রু বধূর চোখে।
advertisement
advertisement
বিয়ের মণ্ডপে রাধিকা পা রাখতেই উল্লাসে ফেটে পড়েন আমন্ত্রিত অতিথিরা। হাসি মুখে করতালি দিয়ে অভ্যর্থনা জানান কনেকে। বিবাহ বাসরে আলাদা মাত্রা যোগ হয়। রাধিকার পরিবার এবং বন্ধুদের মুখে আবেগ আর আনন্দের অভিব্যক্তি। এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে বাবা বীরেন মার্চেন্টের সঙ্গে করিডোর দিয়ে হেঁটে আসছেন রাধিকা।
advertisement
শুক্রবার রাতে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের রাজকীয় পরিবেশে সাত পাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। উপস্থিতি ছিল তামাম বলিউড। পাশাপাশি শিল্পমহল এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা। বিয়ের পর সপরিবারে নববধূকে নিয়ে অতিথিদের কাছে যান অনন্ত। নেন শুভেচ্ছা, ভাগ করে নেন আনন্দের মুহূর্ত।
advertisement
শুধু বলিউড নয়, বিয়েতে উপস্থিত হয়েছিলেন হলিউডের তারকারাও। ছিলেন নিক জোনাস, কিম কার্দাশিয়ানরা। উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়ারাও। সব মিলিয়ে এই বিয়ে শুধু অনন্ত-রাধিকার মিলন নয়, বরং হয়ে উঠেছিল বিভিন্ন ক্ষেত্রের অভিজাতদের মিলনমেলা। যা একে আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত করেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ায় মামেরু অনুষ্ঠানের মধ্য দিয়ে অনন্ত ও রাধিকার বিবাহ অনুষ্ঠানের শুরু হয়। গতকাল ছিল শুভ বিবাহ। সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। অনুষ্ঠানের ড্রেস কোড ছিল চিরাচরিত ভারতীয় পোশাক। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। এই দিন ভারতের আনুষ্ঠানিক পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন, জমকালো ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে অতিথিদের। সমস্ত অনুষ্ঠান বিকেসির জিও অয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani Radhika Merchant Wedding: বাবা-কাকার হাত ধরে বিয়ের মণ্ডপে অনন্ত, রাধিকার রাজকীয় এন্ট্রি, চোখে জল নববধূর...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement