Anant Ambani Radhika Merchant Wedding: ৩ দিনের জমজমাট অনুষ্ঠান! অনন্ত-রাধিকার শুভ বিবাহ থেকে মঙ্গল উৎসব, কোনদিন কী রয়েছে জানুন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Anant Ambani Radhika Merchant Wedding: সমস্ত অনুষ্ঠান বিকেসির জিও অয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে। চিরাচরিত বৈদিক হিন্দু রীতিতে হবে বিয়ের মূল অনুষ্ঠান।
advertisement
advertisement
১২ জুলাই ‘শুভ বিবাহ’ বা মূল বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে অনন্ত-রাধিকার চার হাত এক হল। অনুষ্ঠানের ড্রেস কোড ছিল চিরাচরিত ভারতীয় পোশাক। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করে আম্বানি ও মার্চেন্ট পরিবার। এই দিন ভারতের আনুষ্ঠানিক পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন, জমকালো ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে অতিথিদের।
advertisement
advertisement
advertisement
advertisement
১২ জুলাই শুক্রবার অনন্ত-রাধিকার ‘শুভ বিবাহ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসা, রাজনীতি ও শিল্প জগতের নামীদামি ব্যক্তিত্ব। অতিথিদের তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, আমেরিকান রাজনীতিবিদ জন কেরি, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বরিস জনসন, অ্যাডোব-এর সিইও শান্তনু নায়ারণ, মরগ্যান স্ট্যানলির ম্যানেজিং ডিরেক্টর মাইকেল গ্রিমস, স্যামসং ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান জে লি, মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্দানশিয়ান এবং খলো কার্দানশিয়ান।