Radhika Merchant Anant Ambani Pre wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে রাজকীয়তার ছোঁয়া! থিম থেকে মেনুতে কী কী চমক, দেখুন...
- Published by:Suman Biswas
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Radhika Merchant Anant Ambani Pre wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবের সমারোহ শুরু হচ্ছে; থিম থেকে শুরু করে খানাপিনার আয়োজনে রয়েছে রাজকীয়তার ছোঁয়া।
জামনগর: শুরু হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক-বিবাহ উৎসব। ফলে গুজরাতের জামনগরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। চলতি বছরেই পরের দিকে সাতপাকে বাঁধা পড়বেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র ২৮ বছর বয়সী অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের ২৯ বছর বয়সী কন্যা রাধিকা মার্চেন্ট।
ইতিমধ্যেই সেই শহরে পৌঁছেছেন বিশ্ববরেণ্য আমন্ত্রিত অতিথিরা। ফলে জামনগর বিমানবন্দরেও এখন ব্যস্ততা তুঙ্গে। আসলে জামনগরে প্রতিদিন খুব বেশি বিমান ওঠা-নামা করে না। তবে ১ মার্চ সেখানে প্রায় ৫০টি বিমান অবতরণ করার কথা। যদিও জামনগর বিমানবন্দরের তদারকির দায়িত্বে রয়েছে রিলায়েন্স। কারণ এটাই মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারি কমপ্লেক্সের প্রবেশদ্বার।
তবে এই অনুষ্ঠানের জন্য জামনগর শহরকেই কেন বেছে নিল আম্বানি পরিবার? আসলে আম্বানি পরিবারের কাছে জামনগরের এক বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ গুজরাতের এই শহরের সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর।
advertisement
advertisement
কোন কোন অতিথির আগমন ঘটছে:
রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, অনন্ত-রাধিকার এই মহাসমারোহে উপস্থিত থাকতে চলেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ, মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং ইএল রথস্চাইল্ড চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথস্চাইল্ড। ইতিমধ্যেই জামনগর পা রেখেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। আর পৌঁছে গিয়েছেন রিহানা, শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের মতো দেশ-বিদেশের তারকারা। এর পাশাপাশি আরও বহু সংখ্যক ভিআইপি বিশেষ করে ভারতীয় ব্যবসায়ী এবং বিনোদন ও ক্রীড়া দুনিয়ার নামীদামি ব্যক্তিত্বরাও আসছেন জামনগরে।
advertisement
জি২০ শীর্ষ সম্মেলনের পরে এটাই এমন একটা অনুষ্ঠান, যেখানে ভারতে প্রচুর সংখ্যক ভিআইপি অতিথির সমাগম ঘটবে। আর তাঁরা যে টানা তিন দিন জামনগরে কাটাবেন, সেটা দেশের জন্য একটা বড় ব্যাপার। অতিথি তালিকায় রয়েছেন বিভিন্ন রাজ্যের বর্তমান ও প্রাক্তন মন্ত্রীরা আর বিশ্বব্যাপী ব্যবসার নামীদামি ব্যক্তিত্বরা। এমনকী এই অনুষ্ঠানে এমন অনেকেই উপস্থিত থাকতে চলেছেন, যাঁরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসায়িক অংশীদারও নন।
advertisement
ভ্রমণ সংক্রান্ত কিছু টিপস:
তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উৎসব থেকে অতিথিরা কী কী প্রত্যাশা করতে পারেন, তার জন্য একটি ৯ পৃষ্ঠার ইভেন্ট গাইড এবং ওয়ার্ড্রোব প্ল্যানার পাঠানো হয়েছে আমন্ত্রিতদের কাছে। ১ মার্চ, ২০২৪ তারিখে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে মুম্বই অথবা দিল্লি থেকে চার্টার্ড বিমানে চেপে প্রচুর অতিথি জামনগরে আসবেন।
advertisement
অতিথিদের পাঠানো ওই গাইডে লেখা রয়েছে, “প্রত্যেকের লাগেজ যাতে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা সচেতন ভাবে আপনাদের প্যাকিং করার জন্য অনুরোধ করছি। এর মধ্যে জনপ্রতি একটি হ্যান্ড লাগেজ এবং একটি হোল্ড লাগেজ অথবা প্রতিটি দম্পতি বা যুগলের ক্ষেত্রে মোট তিনটি লাগেজ রাখা যেতে পারে।” এখানেই শেষ নয়, ওই গাইডে আরও বলা হয়েছে যে, “আপনারা যদি আরও বেশি লাগেজ আনেন, তাহলে আমরা নিশ্চিত ভাবে বলতে পারছি না যে তা একই উড়ানে আপনাদের সঙ্গেই গন্তব্যে পৌঁছবে। তবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা করব।”
advertisement
উৎসবের থিম:
তিন দিনব্যাপী ওই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ফলে থাকছে ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।
advertisement
অতিথিদের দেওয়া গাইডে বলা হয়েছে যে, “সমস্ত অতিথিরা পোশাকআশাকের এক্সপ্রেস স্টিমিং-সহ একাধিক লন্ড্রি পরিষেবা পাবেন। কারওর যদি অ্যাকসেসিবিলিটি, মেডিক্যাল অথবা ডায়েটারি কোনও প্রয়োজন থাকে, তাহলে তাঁরা প্রদত্ত ফোন নম্বরের সাহায্যে হসপিটালিটি টিমের কাছে পৌঁছতে পারবেন। এর পাশাপাশি অন-সাইটে হেয়ারস্টাইলিস্ট, শাড়ি-ড্রেপার এবং মেক-আপ পরিষেবাও পেয়ে যাবেন অতিথিরা।”
কিন্তু বিস্তারিত ওয়ার্ড্রোব সাজেশন থাকা সত্ত্বেও অতিথিরা নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারেন। এমনকী যে পোশাকে তাঁরা আরামবোধ করেন, সেই পোশাকও তাঁরা পরতে পারেন। গাইডে বলা হয়েছে যে, “আমারা চাই যে, আমরা আপনারা যাতে প্রতিটা মুহূর্ত পুরোপুরি ভাবে উপভোগ করতে পারেন। আর এমন সুন্দর স্মৃতি তৈরি হোক, যা সারা জীবন মনের মণিকোঠায় জ্বলজ্বল করবে।”
এলাহি খানাপিনা:
দ্য জার্ডিন হোটেল প্রধানের উদ্ধৃতি দিয়ে মানিকন্ট্রোল জানিয়েছে, অতিথিদের জন্য চার বেলা ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাতে থাকবে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার।
সকালের জলখাবারে আতিথির সামনে সাজিয়ে দেওয়া হবে ৭৫টি ডিশ। তাতে থাকবে ২৭৫ রকমের পদ। রাতেও তাই। ২৭৫ রকমের পদের এলাহি আয়োজন থাকছে অতিথিদের জন্য। সারারাত অনুষ্ঠান চলবে। তাই মিডনাইট মিলেরও আয়োজন থাকছে। তবে এতটা গুরুপাক নয়। মিডনাইট মিলে ৮৫ রকমের পদ রাখা হচ্ছে। খুব একটা কমও নয়।
এই পদগুলি বিদেশি অতিথিদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিটি পদ তৈরির সময় মানা হবে প্রোটোকল। নিরাপত্তা সবার আগে। কোনও পদই দ্বিতীয়বার রান্না হবে না। অর্থাৎ জলখাবারের মেনু আর ডিনারের মেনু সম্পূর্ণ আলাদা।
একটি রিপোর্টে বলা হয়েছে যে, ৬৫জন রাঁধুনির (২০ জন মহিলা রাঁধুনি) একটি দল আনাজপাতি ভর্তি ৪টি ট্রাক নিয়ে ইনদওর থেকে জামনগরে আসছেন। প্রাক বিবাহ বাসরে ইন্দোরের স্পেশাল সারাফা ফুড কাউন্টারও থাকবে। সেখান থেকে ইনদওরি কচুরি, পোহা জিলিপি, ভুট্টে কি কিস, খোপরা প্যাটিস, উপমার মতো পদ পরিবেশন করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 11:09 AM IST