Offbeat News: চুড়ি, টিপ, লিপস্টিক...প্রেমিকা সেজে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলেন প্রেমিক...তার পর যা হল...
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat News: চেষ্টার ত্রুটি রাখেননি অংরেজ৷ লাল চুরি, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন
চেয়েছিলেন প্রেমিকাকে সাহায্য করতে। কিন্তু শেষ পর্যন্ত চরম নাকাল হতে হল পঞ্জাবের এক তরুণকে। বান্ধবীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে গেলেন। গত ৭ জানুয়ারি কোটকাপুরা এলাকায় ডিএভি পাবলিক স্কুলে বাবা ফরিদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে বহুমুখী স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য পরীক্ষা চলছিল।
সেই পরীক্ষাতেই বান্ধবী পরমজিৎ কউর সেজে অংরেজ সিং গিয়েছিলেন পরীক্ষা দিতে৷ চেষ্টার ত্রুটি রাখেননি অংরেজ৷ লাল চুড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন অংরেজ৷ কিন্তু পরীক্ষা শুরুর কিছু ক্ষণের মধ্যেই ধরা পড়ে যান অংরেজ৷
advertisement
আরও পড়ুন : দুই হাতে দু’টো বন্দুক, আর এক হাতে একটা টর্চ নিয়ে রেকর্ড ভাঙা চুম্বনে হৃদয়হরণ দীপক চ্যাটার্জির, থুড়ি আবীরের!
পুলিশ সূত্রে জানা গিয়েছে অংরেজ সব রকম চেষ্টা করেছিলেন৷ পরমজিৎ হিসেবে নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করিয়েছিলেন তিনি৷ সবই ঠিক ছিল৷ কিন্তু তীরে এসে ডুবল তরী৷ বায়োমেট্রিক ডিভাইসে মিলল না তাঁর ফিঙ্গারপ্রিন্টস৷ অভিযুক্ত তরুণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 2:08 PM IST