Bhagwant Mann: রাজ ভবন নয়, পঞ্জাবের এই গ্রামে শপথ নেবেন ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান! কেন?

Last Updated:
পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান৷
পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান৷
কিন্তু কেন এই গ্রামকে বেছে নিলেন ভগওয়ান্ত সিং মান? কারণ খতকরকলন ভগৎ সিং-এর পৈর্তৃক গ্রাম৷ পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের সব সরকারি অফিসেও দীর্ঘদিনের রীতিতে বদল আনতে চলেছেন তিনি৷ এবার থেকে আর সরকারি অফিসে মুখ্যমন্ত্রীর ছবি নয়, তার বদলে ভগৎ সিং এবং বি আর অম্বেদকরের ছবি থাকবে৷
advertisement
advertisement
পঞ্জাবের ধুরি কেন্দ্র থেকে ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন মান৷ জয়ের পর বক্তব্য রাখতে গিয়ে সেখানেই এই ঘোষণা করেন তিনি৷ সাধারণ মানুষের পছন্দের ভিত্তিতে আগে থেকেই ভগওয়ান্ত মানের নাম পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিল আম আদমি পার্টি৷
advertisement
মান জানিয়েছেন, সরকার গঠনের পর প্রথমেই স্কুল, স্বাস্থ্য, শিল্প পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষিকে লাভজনক করার উপরে জোর দেবে তাঁর সরকার৷ পাশাপাসি মহিলাদের নিরাপত্তা এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে৷ এক মাসের মধ্যেই পঞ্জাবের মানুষ বদল দেখতে পারবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মান৷
ভগওয়ান্ত মানের আরও আশ্বাস, যাঁরা আপ-কে ভোট দেননি, তাঁদের জন্যও কাজ করবে তাঁর সরকার৷ পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জয়ী হয়েছে আম আদমি পার্টি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bhagwant Mann: রাজ ভবন নয়, পঞ্জাবের এই গ্রামে শপথ নেবেন ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান! কেন?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement