#Viral: ভিজিটিং কার্ড, লেখা রয়েছে কোন কাজের কত রেট! আধুনিক পরিচারিকাকে চিনে নিন

Last Updated:

অভিনব এই ঘটনা ...

#পুণে: গীতা কালে - পুণের নিবাসী এই মুহূর্তে তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ না কোনও নাচ-গান-মিমিক্রি কিছুই করেননি তিনি ৷ তিনি পরিচারিকার কাজ করেন ৷ কিন্তু এখন তাঁকে কাজের অফারের বন্যা ৷ আসলে তিনি যে বাড়িতে কাজ করেন সেইরকম এক বাড়ির কর্ত্রী তাঁকে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেসবুকে দিয়েছেন ৷ যে ভদ্রমহিলা এই অভিনব ভাবে নিজের পরিচারিকার দিকে সাহায্যের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর নাম ধনশ্রী শিন্দে ৷
ধনশ্রী ও গীতার এই দারুণ গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অস্মিতা জাভড়েকর ৷ একদিন নিজের কর্মস্থল থেকে ফিরে ধনশ্রী দেখেন তাঁর পরিচারিকা বিধ্বস্তভাবে মাটিতে বসে রয়েছেন ৷ একটি কাজ চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন ওই মহিলা , যাঁকে গীতা মাসি বলেন ধনশ্রী ৷ কারণ একটি কাজ থেকে তাঁর রোজগার ৪০০০ টাকা মতো হয় ৷ ধনশ্রী ভিলাস জাভড়েকর ডেভালপার্স গ্রুপের সিনিয়র ম্যানেজার ব্র্যান্ডিং ও মার্কেটিং পদে কর্মরত ৷ তিনি গীতা কালের জন্য ভিজিটিং কার্ড প্রিন্ট করিয়ে দেন ৷ এর ব্বিশ ঘন্টার মধ্যেই কার্ড প্রিন্ট হয়ে চলে আসে ৷ যেখানে গীতা কালের কাজের বিবরণ দেওয়ার পর কোন কাজের কত রেট সেটাও প্রিন্ট করা থাকে ৷
advertisement
advertisement
এটা নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে এই কার্ডের ছবি দেন ৷ এরপর নিজেদের স্থানীয় এলাকায় ও বাড়ির দারোয়ানদের কাছে দিয়ে দেওয়া হয় ৷  তারপর থেকেই একে একে আসতে শুরু করে একের পর এক কাজের প্রস্তাব ৷
অভিনব এই ঘটনা নিঃসন্দেহে আনন্দদায়ক ৷ এই পরিচারিকারা সবসময়েই বিভিন্ন পরিবারের কাজ হালকা করে দেন নিঃসন্দেহে তার বদলে তারা যদি একটু উন্নততর জীবন পান তাহলে তা সকলের জন্যেই দারুণ ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
#Viral: ভিজিটিং কার্ড, লেখা রয়েছে কোন কাজের কত রেট! আধুনিক পরিচারিকাকে চিনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement