#Viral: ভিজিটিং কার্ড, লেখা রয়েছে কোন কাজের কত রেট! আধুনিক পরিচারিকাকে চিনে নিন
Last Updated:
অভিনব এই ঘটনা ...
#পুণে: গীতা কালে - পুণের নিবাসী এই মুহূর্তে তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ না কোনও নাচ-গান-মিমিক্রি কিছুই করেননি তিনি ৷ তিনি পরিচারিকার কাজ করেন ৷ কিন্তু এখন তাঁকে কাজের অফারের বন্যা ৷ আসলে তিনি যে বাড়িতে কাজ করেন সেইরকম এক বাড়ির কর্ত্রী তাঁকে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেসবুকে দিয়েছেন ৷ যে ভদ্রমহিলা এই অভিনব ভাবে নিজের পরিচারিকার দিকে সাহায্যের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর নাম ধনশ্রী শিন্দে ৷
ধনশ্রী ও গীতার এই দারুণ গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অস্মিতা জাভড়েকর ৷ একদিন নিজের কর্মস্থল থেকে ফিরে ধনশ্রী দেখেন তাঁর পরিচারিকা বিধ্বস্তভাবে মাটিতে বসে রয়েছেন ৷ একটি কাজ চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন ওই মহিলা , যাঁকে গীতা মাসি বলেন ধনশ্রী ৷ কারণ একটি কাজ থেকে তাঁর রোজগার ৪০০০ টাকা মতো হয় ৷ ধনশ্রী ভিলাস জাভড়েকর ডেভালপার্স গ্রুপের সিনিয়র ম্যানেজার ব্র্যান্ডিং ও মার্কেটিং পদে কর্মরত ৷ তিনি গীতা কালের জন্য ভিজিটিং কার্ড প্রিন্ট করিয়ে দেন ৷ এর ব্বিশ ঘন্টার মধ্যেই কার্ড প্রিন্ট হয়ে চলে আসে ৷ যেখানে গীতা কালের কাজের বিবরণ দেওয়ার পর কোন কাজের কত রেট সেটাও প্রিন্ট করা থাকে ৷
advertisement
advertisement
এটা নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে এই কার্ডের ছবি দেন ৷ এরপর নিজেদের স্থানীয় এলাকায় ও বাড়ির দারোয়ানদের কাছে দিয়ে দেওয়া হয় ৷ তারপর থেকেই একে একে আসতে শুরু করে একের পর এক কাজের প্রস্তাব ৷
অভিনব এই ঘটনা নিঃসন্দেহে আনন্দদায়ক ৷ এই পরিচারিকারা সবসময়েই বিভিন্ন পরিবারের কাজ হালকা করে দেন নিঃসন্দেহে তার বদলে তারা যদি একটু উন্নততর জীবন পান তাহলে তা সকলের জন্যেই দারুণ ৷
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2019 3:35 PM IST