CAA Rules to Be Notified: লোকসভা ভোটের অনেক আগে কার্যকর হবে সিএএ, কেন্দ্রও তৈরি, খবর পিটিআই সূত্রে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
CAA Rules to Be Notified: ভারতীয় সংসদ ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই আইন সংসদে পাশ করা হয়৷
নয়াদিল্লি: দ্রুত দেশে কার্যকর হবে সিএএ আইন৷ পিটিআই মারফত যে খবর মিলেছে, তাতে বলা হয়েছে দ্রুতই এই আইন কার্যকর করা হবে, কার্যকর করা হবে লোকসভা নির্বাচনের অনেক আগেই৷ ভারতীয় সংসদ ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই আইন সংসদে পাশ করা হয়৷ নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতে অ-মুসলিম শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷ এই তালিকায় রয়েছে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের৷ পার্শ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের এই নাগরিকত্ব দেওয়া হবে৷
সিএএ কার্যকর করা নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল প্রথম থেকেই৷ ২০১৯ সালে গোটা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে৷ কেন্দ্রীয় সরকারের সূত্রে খবর মিলেছে, সেখানে বলা হয়েছে, ‘আমরা দ্রুত সিএএ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করব৷ একবার বিজ্ঞপ্তি জারি করা হলে, সেটি আইন হিসাবে কার্যকর করা হবে ও আবেদনের ভিত্তিতে যাদের প্রাপ্য তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷’
advertisement
advertisement
এমনিতে আইন পাশ হওয়ার পর চার বছর কেটে গিয়েছে৷ এখন সিএএ কার্যকর করতেই হবে৷ এর পর ওই আধিকারিককে যখন জিজ্ঞাসা করা হয়, এই আইন কী লোকসভা ভোটের আগে কার্যকর করা হবে? সেই আধিকারিক জানিয়েছেন, ‘হ্যাঁ, লোকসভা নির্বাচনের অনেকদিন আগে৷’
এই বছরের শাসকদল বিজেপি তুলেছিল সিএএ প্রসঙ্গ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে এসে জানিয়েছিলেন, সংসদে পাশ হওয়া সিএএ আইন হিসাবে কার্যকর হবেই৷ পাশাপাশি, তিনি দোষ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বলেছিলেন, মমতা সিএএ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন সিএএ নিয়ে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 10:57 AM IST