Robert Vadra in Politics: "বড় করে মানুষের সেবা করতে" রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক সনিয়ার জামাই রবার্ট বঢরা!

Last Updated:

Robert Vadra: উত্তরপ্রদেশ নির্বাচনে স্ত্রী প্রিয়াঙ্কার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রবার্ট বলেন, “আমি প্রিয়াঙ্কাকে ১০ এ ১০ দেব।"

Robert Vadra in Politics: মানুষ চাইলে রাজনীতিতে যোগ দিতে পারেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির জামাই রবার্ট বঢরা! আরও বড় করে মানুষের সেবা করতে হলে রাজনীতিতে প্রবেশ করতে প্রস্তুত রবার্ট, তবে অবশ্যই “যদি মানুষ চায়”। রবিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনার পর স্থানীয় একটি ইউটিউব চ্যানেলকে এ কথা বলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা (৫৩)। তাঁর দাবি, তিনি রাজনীতি বোঝেন।
“মানুষ যদি চায় আমি তাঁদের প্রতিনিধিত্ব করব এবং এতে আমি যদি সকলের জন্য কিছু পরিবর্তন আনতে পারি, তবে আমি অবশ্যই এই পদক্ষেপ করব,” বলেন রবার্ট। সরাসরি রাজনীতি করার মাধ্যমে তিনি ‘বড় করে’ জনগণের সেবা করতে পারবেন বলেও জানান তিনি। “আমার দাতব্য সমস্ত কাজ ১০ বছরেরও বেশি সময় ধরে চলছে এবং ভবিষ্যতেও চলবে। আমি রাজনীতিতে আসি বা না আসি, এই কাজগুলো অব্যাহত থাকবে কারণ এটা আমার মানুষের সেবা করার পথ,”বলেন রবার্ট। তিনি আরও জানান, তিনি সারাদেশের মানুষের মাঝেই রয়েছেন এবং মানুষও তাঁর সঙ্গে রয়েছে। “এই মানুষরা জানেন যে যদি তাঁরা আমার নাম ব্যবহার করেন, তাহলে তাঁরা (রবার্টের সমর্থকরা) সাধারণ মানুষের জন্য ভাল কাজ করবেন,” বলেন তিনি।
advertisement
advertisement
“দেখা যাক আগামীতে কী হয়। এই সময়ে কী ধরনের রাজনীতি হচ্ছে এবং দেশ কীভাবে পরিবর্তিত হচ্ছে তা নিয়ে আমরা প্রতিদিন পরিবারে আলোচনা করতাম,” বলেন রবার্ট। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রবার্ট বঢরা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে “অস্বস্তি” হয় তাঁর।
advertisement
তাঁর দাবি, মিডিয়া মানুষের কাছে বাস্তবতা দেখাতে ভয় পায়। এটা গণতন্ত্রের অংশ নয় এবং এগুলি “দেশকে এগিয়ে নয়, পিছিয়েই নিয়ে যাবে।”
উত্তরপ্রদেশ নির্বাচনে স্ত্রী প্রিয়াঙ্কার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রবার্ট বলেন, “আমি প্রিয়াঙ্কাকে ১০ এ ১০ দেব। তিনি এই ভোটের জন্য দিনরাত কাজ করেছেন। তবে, আমরা রাজ্যের জনগণের রায় মেনে নিয়েছি এবং সবটুকু শক্তির দিয়েই জনগণের সেবা চালিয়ে যাব।” তিনি আরও বলেন, “ইভিএম সম্পর্কে জনগণের মনের সন্দেহ দূর করা হলে দেশের ভোটের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হবে”। “দেশে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজনের অবসান ঘটাতে হবে এবং ধর্মনিরপেক্ষ থাকার জন্য সকল ধর্মকে গ্রহণ করা উচিত দেশের,” বলেন রবার্ট।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Robert Vadra in Politics: "বড় করে মানুষের সেবা করতে" রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক সনিয়ার জামাই রবার্ট বঢরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement