Priyanka Gandhi: 'সংবিধান, সংঘের বিধান নয়!' লোকসভায় প্রথম ভাষণেই ঝড় তুললেন প্রিয়াঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
ওয়েনাডের সাংসদ দাবি করেছেন, লোকসভা নির্বাচনের ফল যদি অন্যরকম না হত তাহলে এতদিনে সংবিধান বদলের কাজও শুরু করে দিতে কেন্দ্রীয় সরকার৷
নয়াদিল্লি: লোকসভায় প্রথমবার বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং আরএসএস-কে তীব্র আক্রমণ করলেন ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি৷ সংবিধান নিয়ে বিতর্কে অংশ নিয়ে নাম না করেই কটাক্ষ করে বললেন, ‘ভারতে সংবিধান রয়েছে, সংঘের বিধান নয়৷’ প্রথম বৈঠকে উন্নাও, সমভল থেকে শুরু করে মণিপুর, সব বিষয়ই ছুঁয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা৷ জাতি গণনার দাবিও তুলেছেন তিনি৷ নাম না করে রাজা বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷
প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ‘আমাদের সংবিধান ন্যায়, আশা, অভিব্যক্তি এবং আকাঙ্খার সেই জ্যোতি যা প্রত্যেক ভারতীয়ের বুকের ভিতরে জ্বলছে৷ এই জ্যোতি প্রত্যেক ভারতীয়কে ন্যায় পাওয়ার, নিজের অধিকারের পক্ষে সওয়াল করার জোর দেয়৷ এই সংবিধান প্রত্যেক দেশবাসীকেও সরকার তৈরি করার এবং ফেলে দেওয়ার অধিকার দিয়েছে৷ এই জ্যোতি প্রত্যেক ভারতীয়কে ভরসা দিয়েছে যে দেশের সম্পত্তি, প্রতিষ্ঠানে তাঁর অধিকার রয়েছে৷ দেশ তৈরিতে তাঁরও অবদান রয়েছে৷’
advertisement
advertisement
সংবিধানও বদলে দিতে মোদি সরকার, অভিযোগ প্রিয়াঙ্কার
ওয়েনাডের সাংসদ দাবি করেছেন, লোকসভা নির্বাচনের ফল যদি অন্যরকম না হত তাহলে এতদিনে সংবিধান বদলের কাজও শুরু করে দিতে কেন্দ্রীয় সরকার৷ প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের সংবিধান ন্যায়, সুরক্ষা, একতার কবচ৷ মত প্রকাশের স্বাধীনতার কবচ৷ দুঃখের বিষয় হল আমাদের ক্ষমতাসীন দলের নেতারা দশ বছরে এই সুরক্ষা কবচকে ভাঙার সবরকম চেষ্টা করেছেন৷ সংবিধানে স্বামাজিক, আর্থিক এবং রাজনৈতিক ন্যায়ের ভরসা দেওয়া রয়েছে৷ সংবিধানে উল্লেখ করা এই সুরক্ষার আশ্বাসই জনতার কবচ৷ লোকসভায় এরকম ফল না হলে এরা সংবিধান বদলের কাজও শুরু করে দিত৷ আজকে এরা সংবিধান সংবিধান করে চিৎকার করছে কারণ এরা বুঝতে পেরেছে যে দেশের মানুষই সংবিধানকে সুরক্ষিত রাখবেন, সংবিধানকে বদল হতে দেবে না৷’
advertisement
বক্তব্যের শেষ দিকে প্রিয়াঙ্কা বলেন, ‘এই দেশ ভয় নয়, সাহস এবং সংঘর্ষ দিয়ে তৈরি হয়েছে৷ সংবিধান এদের সাহস জোগায়৷ দেশের কোটি কোটি মানুষ যাঁরা প্রতিদিন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন, তাঁদের সাহস দেয় এই সংবিধান৷ ওয়েনাডের প্রাকৃতি ভয়েরও সীমা থাকে, সেই সীমা পেরিয়ে গেলে মানুষের মধ্যে এমন শ এই দেশ কাপুরুষদের হাতে বেশি দিন থাকবে না৷ এই দেশ উঠে দাঁড়াবে, লড়াই করবে৷ সত্যের দাবি জানাবে৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2024 3:07 PM IST