Principal, Teacher Shot Dead by Militants: কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলা চলছেই, স্কুলে ঢুকে ২ শিক্ষককে গুলি করে মারল দুষ্কৃতীরা !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jammu and Kashmir Teacher Shot Dead: জঙ্গিদের গুলিতে নিহত স্কুলের প্রিন্সিপাল সতীন্দ্র কউর আলোচিবাঘ এবং দীপক চাঁদ জম্মুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
শ্রীনগর: কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলা থামছে না ৷ এবার শ্রীনগরের একটি স্কুলে ঢুকে এক শিক্ষিক এবং প্রিন্সিপালকে গুলি করে মারল জঙ্গিরা ৷ বৃহস্পতিবার সকালের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ঠিক কত জন জঙ্গি এদিন হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবা জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন স্কুলের অধ্যক্ষ-সহ দুই শিক্ষক। শ্রীনগরের সাফা কাদাল এলাকার একটি সরকারি স্কুলে ঢুকে সতীন্দ্র কউর এবং দীপক চাঁদ নামের দুই শিক্ষককে গুলি করে মারে জঙ্গিরা ৷ দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷
advertisement
Deeply saddened by news of gruesome killing of two innocent school teachers including a woman by terrorists,in Eidgah area of #Srinagar. Where are those Votaries of Human Rights who otherwise don't lose a moment in raising voice if a terrorist gets neutralized by security forces?
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) October 7, 2021
advertisement
advertisement
আরও পড়ুন- ‘সুবিচার’ তখনই সম্ভব...', লখিমপুরে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাহুল-প্রিয়াঙ্কাদের
জঙ্গিদের গুলিতে নিহত স্কুলের প্রিন্সিপাল সতীন্দ্র কউর আলোচিবাঘ এবং দীপক চাঁদ জম্মুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর তাঁদের নিকটবর্তী SKIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷
Shocking news coming in again from Srinagar. Another set of targeted killings, this time of two teachers in a Govt school in Idgah area of the city. Words of condemnation are not enough for this inhuman act of terror but I pray for the souls of the deceased to rest in peace.
— Omar Abdullah (@OmarAbdullah) October 7, 2021
advertisement
হামলার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ট্যুইট করে তিনি বলেন, ‘‘শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এ বার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে জঙ্গিরা হত্যা করেছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দার কোনও ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’
advertisement
গত শনিবার, শ্রীনগরে এই এলাকার এক কিলোমিটার দূরত্বের মধ্যে একই ধরনের ঘটনায় দুই সাধারণ নাগরিক নিহত হন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2021 2:37 PM IST