Principal, Teacher Shot Dead by Militants: কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলা চলছেই, স্কুলে ঢুকে ২ শিক্ষককে গুলি করে মারল দুষ্কৃতীরা !

Last Updated:

Jammu and Kashmir Teacher Shot Dead: জঙ্গিদের গুলিতে নিহত স্কুলের প্রিন্সিপাল সতীন্দ্র কউর আলোচিবাঘ এবং দীপক চাঁদ জম্মুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Police at the Srinagar school where militants killed two teachers on Thursday. (News18)
Police at the Srinagar school where militants killed two teachers on Thursday. (News18)
শ্রীনগর: কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলা থামছে না ৷ এবার শ্রীনগরের একটি স্কুলে ঢুকে এক শিক্ষিক এবং প্রিন্সিপালকে গুলি করে মারল জঙ্গিরা ৷ বৃহস্পতিবার সকালের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ঠিক কত জন জঙ্গি এদিন হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবা জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন স্কুলের অধ্যক্ষ-সহ দুই শিক্ষক। শ্রীনগরের সাফা কাদাল এলাকার একটি সরকারি স্কুলে ঢুকে সতীন্দ্র কউর এবং দীপক চাঁদ নামের দুই শিক্ষককে গুলি করে মারে জঙ্গিরা ৷ দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷
advertisement
advertisement
advertisement
জঙ্গিদের গুলিতে নিহত স্কুলের প্রিন্সিপাল সতীন্দ্র কউর আলোচিবাঘ এবং দীপক চাঁদ জম্মুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর তাঁদের নিকটবর্তী SKIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷
advertisement
হামলার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ট্যুইট করে তিনি বলেন, ‘‘শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এ বার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে জঙ্গিরা হত্যা করেছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দার কোনও ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’
advertisement
গত শনিবার, শ্রীনগরে এই এলাকার এক কিলোমিটার দূরত্বের মধ্যে একই ধরনের ঘটনায় দুই সাধারণ নাগরিক নিহত হন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Principal, Teacher Shot Dead by Militants: কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলা চলছেই, স্কুলে ঢুকে ২ শিক্ষককে গুলি করে মারল দুষ্কৃতীরা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement