IPL 2021 Playoffs Scenario: চতুর্থ স্থানের লড়াইয়ে কেকেআর ও মুম্বই, নাইটদের প্লে অফে ওঠার অঙ্কটা কী ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
IPL 2021 playoffs qualification scenario: এখনও পর্যন্ত নেট রান রেটের বিচারে অনেকটাই এগিয়ে কেকেআর ৷
দুবাই: টুর্নামেন্টের শেষ পর্যায় এখন উত্তেজনা তুঙ্গে ৷ লড়াইটা অবশ্যই প্লে অফে ওঠা নিয়ে ৷ কোন চারটি দল জায়গা পাবে প্লে অফে, তা জানার জন্য একেবারে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ আজ, বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে নামছে কেকেআর ৷ অঙ্ক এমন, যে প্লে অফে যেতে হলে জেতা ছাড়া আর কোনও উপায় নেই কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RR) ৷
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) প্লে অফে খেলা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ৷ লড়াইটা এখন পয়েন্ট টেবলের চতুর্থ স্থানকে নিয়ে ৷ সেই লড়াইয়ে রয়েছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷
A look at the Points Table after Match 52 of #VIVOIPL pic.twitter.com/7DNFup4qDg
— IndianPremierLeague (@IPL) October 6, 2021
advertisement
advertisement
১৩ ম্যাচ খেলে কলকাতা এবং মুম্বই দু’দলেরই পয়েন্ট সমান, ১২ ৷ কিন্তু নেট রান রেটে মুম্বইয়ের (-০.০৪৮) থেকে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স (+০.২৯৪) ৷
বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের রাস্তা পাকা করে ফেলার সুযোগ রয়েছে নাইটদের। এরপর, আগামিকাল শুক্রবার মুম্বই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে শুধু জেতা নয়, বড় ব্যবধানে জেতার কথা ভাবতে হবে রোহিত শর্মাদের। তা না হলে এ বারের আইপিএল-এ লিগ পর্বেই থেমে যাবে গত বারের চ্যাম্পিয়নদের যাত্রা ৷
advertisement
Your questions, answered by our Knights 🙌
We hope you had as much fun participating in the @socios Ask The Knights contest as much as our players did in answering your questions 🤩#BeMoreThanAFan #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/Qf9yWqEMqT — KolkataKnightRiders (@KKRiders) October 6, 2021
advertisement
তাই আজকের ম্যাচ শুধু জিতলেই শান্তি নেই কেকেআরের ৷ আগামিকাল, মুম্বই-হায়দরাবাদ ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মর্গ্যান ব্রিগেডকে ৷ এখনও পর্যন্ত নেট রান রেটের বিচারে অনেকটাই এগিয়ে কেকেআর ৷
Location :
First Published :
October 07, 2021 12:20 PM IST