প্যালেসের বাইরে ছোট্ট কটেজ, তাতেই জায়গা হল হ্যারি-মেগানের

Last Updated:

ধূমধাম করে বিয়ে হয়েছে তাঁদের ৷ কেনসিংটন প্যালেসের চৌহদ্দি ছাড়িয়ে সেই বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে ৷ রাজপুত্রের বিয়ে বলে কথা ! ঠিক যেন রূপকথার গল্পগাথা ৷ বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স আর হ্যারির নামের পাশে বসেছে ডিউক অব সাসেক্স-এর খেতাব ৷

#লন্ডন: ধূমধাম করে বিয়ে হয়েছে তাঁদের ৷ কেনসিংটন প্যালেসের চৌহদ্দি ছাড়িয়ে সেই বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে ৷ রাজপুত্রের বিয়ে বলে কথা ! ঠিক যেন রূপকথার গল্পগাথা ৷ বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স আর হ্যারির নামের পাশে বসেছে ডিউক অব সাসেক্স-এর খেতাব ৷
রাজপুত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধে রাজবাড়িতে পা রেখেচেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল ৷ যদিও অভিনয়ের জীবন এখন অতীত ৷ রয়্যাল পরিবারের নিয়ম মতো অতীতের সেই জীবন ছেড়ে নতুন বর্তমানকে স্বাগত জানিয়েছেন মার্কেল ৷
কিন্তু স্বামীর সঙ্গে শ্বশুড়বাড়িতে এসে সেই বিশ্বখ্যাত কেনসিংটন প্যালেসের মধ্যে কিন্তু জায়গা হয়নি তাঁর ৷ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজবাড়ির চৌহদ্দির মধ্যে থাকলেও মেগান-হ্যারির বাস কিন্তু প্যালেসের বাইরেই ৷
advertisement
advertisement
কেনসিংটন প্যালেসের মধ্যে নটিংহাম কটেজ ৷ কেনসিংটন প্যালেসের মধ্যে নটিংহাম কটেজ ৷
সবুজে ঘেরা রাজবাড়ির লনের মধ্যে নটিংহাম প্যালেস ৷ নবদম্পতি ঘর বেঁধেছেন এখানেই ৷ আগে এই কটেজে থাকতেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ ৷ এখন তাঁদের সংসার বড় হওয়ায় প্যালেসের মধ্যেই অন্য একটি ২০ কামরা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট উঠে গিয়েছেন উইলিয়াম আর কেট ৷ ছোট ভাই এখন এই কটেজটির মালিক ৷ ক্রিস্টোফার রেন এই কটেজটি ডিজাইন করেছিলেন ৷
advertisement
শোনা গিয়েছে, নটিংহাম কটেজটিতে রয়েছে দু’টি শয়নকক্ষ, রান্নাঘর, একটি বসার ঘর ও বাথরুম রয়েছে এখানে ৷ তবে আপাতত এই কটেজে থাকলেও দাদা উইলিয়ামের অ্যাপার্টমেন্টের পাশের অন্য একটি ২১ কামরার বিলাশবহুল অ্যাপার্টমেন্টে চলে যাওয়ার কথা রয়েছে হ্যারি-মেগানের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্যালেসের বাইরে ছোট্ট কটেজ, তাতেই জায়গা হল হ্যারি-মেগানের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement