প্যালেসের বাইরে ছোট্ট কটেজ, তাতেই জায়গা হল হ্যারি-মেগানের

Last Updated:

ধূমধাম করে বিয়ে হয়েছে তাঁদের ৷ কেনসিংটন প্যালেসের চৌহদ্দি ছাড়িয়ে সেই বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে ৷ রাজপুত্রের বিয়ে বলে কথা ! ঠিক যেন রূপকথার গল্পগাথা ৷ বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স আর হ্যারির নামের পাশে বসেছে ডিউক অব সাসেক্স-এর খেতাব ৷

#লন্ডন: ধূমধাম করে বিয়ে হয়েছে তাঁদের ৷ কেনসিংটন প্যালেসের চৌহদ্দি ছাড়িয়ে সেই বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে ৷ রাজপুত্রের বিয়ে বলে কথা ! ঠিক যেন রূপকথার গল্পগাথা ৷ বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স আর হ্যারির নামের পাশে বসেছে ডিউক অব সাসেক্স-এর খেতাব ৷
রাজপুত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধে রাজবাড়িতে পা রেখেচেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল ৷ যদিও অভিনয়ের জীবন এখন অতীত ৷ রয়্যাল পরিবারের নিয়ম মতো অতীতের সেই জীবন ছেড়ে নতুন বর্তমানকে স্বাগত জানিয়েছেন মার্কেল ৷
কিন্তু স্বামীর সঙ্গে শ্বশুড়বাড়িতে এসে সেই বিশ্বখ্যাত কেনসিংটন প্যালেসের মধ্যে কিন্তু জায়গা হয়নি তাঁর ৷ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজবাড়ির চৌহদ্দির মধ্যে থাকলেও মেগান-হ্যারির বাস কিন্তু প্যালেসের বাইরেই ৷
advertisement
advertisement
কেনসিংটন প্যালেসের মধ্যে নটিংহাম কটেজ ৷ কেনসিংটন প্যালেসের মধ্যে নটিংহাম কটেজ ৷
সবুজে ঘেরা রাজবাড়ির লনের মধ্যে নটিংহাম প্যালেস ৷ নবদম্পতি ঘর বেঁধেছেন এখানেই ৷ আগে এই কটেজে থাকতেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ ৷ এখন তাঁদের সংসার বড় হওয়ায় প্যালেসের মধ্যেই অন্য একটি ২০ কামরা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট উঠে গিয়েছেন উইলিয়াম আর কেট ৷ ছোট ভাই এখন এই কটেজটির মালিক ৷ ক্রিস্টোফার রেন এই কটেজটি ডিজাইন করেছিলেন ৷
advertisement
শোনা গিয়েছে, নটিংহাম কটেজটিতে রয়েছে দু’টি শয়নকক্ষ, রান্নাঘর, একটি বসার ঘর ও বাথরুম রয়েছে এখানে ৷ তবে আপাতত এই কটেজে থাকলেও দাদা উইলিয়ামের অ্যাপার্টমেন্টের পাশের অন্য একটি ২১ কামরার বিলাশবহুল অ্যাপার্টমেন্টে চলে যাওয়ার কথা রয়েছে হ্যারি-মেগানের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্যালেসের বাইরে ছোট্ট কটেজ, তাতেই জায়গা হল হ্যারি-মেগানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement