Budget 2025: সরকারি কোষাগার পূর্ণ করার নয়, নাগরিকদের উন্নয়নের বাজেট, বললেন প্রধানমন্ত্রী মোদি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Union Budget 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ২০২৫-এর প্রশংসা করেছেন, বলেছেন কর কাঠামোয় ছাড় মধ্যবিত্ত এবং বেতনভুক্ত কর্মচারীদের বড় সুবিধা দেবে।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ২০২৫-এর প্রশংসা করেছেন, বলেছেন কর কাঠামোয় ছাড় মধ্যবিত্ত এবং বেতনভুক্ত কর্মচারীদের বড় সুবিধা দেবে। তিনি আরও জানিয়েছেন, এই বছরের বাজেট ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশাপূরণের জন্য গুরুত্বপূর্ণ।
বাজেট নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “কর ছাড়ের ঘোষণা মধ্যবিত্ত, কর্মচারীদের বড় সুবিধা দেবে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “এই বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। সমস্ত আয় গ্রুপের জন্য কর কমানো হয়েছে। এতে মধ্যবিত্তের বিশাল সুবিধা হবে।”
advertisement
advertisement
করছাড় বাদ দিয়েও বাজেটের অন্যান্য দিকগুলি উল্লেখ করেছেন মোদি। তিনি বলেন, “এই বাজেট একটি সঞ্চয়, বিনিয়োগ, খরচ এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। আমি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তাঁর পুরো দলকে এই জনতা জনার্দনের, জনতার বাজেটের জন্য অভিনন্দন জানাই।”
advertisement
বাজেট নিয়ে মোদি ব্যাখ্যা দেন, “সাধারণত, বাজেটের লক্ষ্য থাকে কী ভাবে সরকারী কোষাগার পূর্ণ হবে, কিন্তু এই বাজেট তার ঠিক বিপরীত। কিভাবে এই বাজেট দেশের নাগরিকদের পকেট পূর্ণ করবে, কী ভাবে দেশের নাগরিকদের সঞ্চয় বাড়বে এবং কী ভাবে দেশের নাগরিকদের উন্নয়ন হবে।” পাশাপাশি এই বাজেট যে দেশের অর্থনৈতিক সংস্কারের জন্যও গুরুত্বপূর্ণ তা জানাতে ভোলেননি মোদি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 5:56 PM IST