'ওরা বাবাসাহেবকে অসম্মান করে, আমি অন্তর থেকে শ্রদ্ধা করি!' বিহারে মোদির নিশানায় লালুর পরিবার
- Published by:Tias Banerjee
Last Updated:
PM Narendra Modi in Bihar: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদি আরজেডি ও কংগ্রেসকে আক্রমণ করেন এবং ৫৯০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার এক গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ভাষায় আক্রমণ করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেসকে। তিনি অভিযোগ করেন, এই বিরোধী দলগুলি শুধু বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকেই অপমান করছে না, বরং দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির স্বপ্নকেও বিশ্বাসঘাতকতা করছে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে বিতর্কের আবহে মোদি এই মন্তব্য করেন। সেই ভিডিওতে দেখা যায়, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব একটি চেয়ারের পাশে আম্বেদকরের ছবি রেখে তাতে পা তুলেছেন। যদিও তিনি লালুর নাম সরাসরি বলেননি, তবুও মোদির কটাক্ষ ছিল সোজাসুজি আরজেডি ও কংগ্রেসের দিকে।
advertisement
advertisement
তিনি বলেন, “আরজেডি ও কংগ্রেসের নেতারা দেশের সংবিধানের রচয়িতার ছবি তাঁদের পায়ের কাছে রাখেন। আমি তাঁর ছবি হৃদয়ের কাছাকাছি রাখি।” এরপর তিনি যোগ করেন, “আরজেডি কখনও ক্ষমা চাইবে না, কারণ ওদের মধ্যে দলিত ও পিছিয়ে পড়াদের জন্য কোনও শ্রদ্ধাবোধ নেই।”
সিওয়ানে জনসভা থেকে মোদি বলেন, “বিহারের মানুষ এই অপমান কোনওদিন ভুলবে না। তারা উপযুক্ত জবাব দেবে।”
advertisement
ये ‘चित्र’ नहीं, आरजेडी का ‘चरित्र’ है।#ShameOnLaluFamily #DalitVirodhiRJD #BabasahebAmbedkar pic.twitter.com/iP9BNBYkGb
— BJP Bihar (@BJP4Bihar) June 15, 2025
সারা বক্তব্যে মোদী বারবার “পঞ্জা” (কংগ্রেস) ও “হারিকেন” (আরজেডি)-র নির্বাচনী প্রতীকের উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের রাজনীতি করার অভিযোগ তোলেন। তিনি বলেন, “আমাদের সংবিধান বলে – ‘সবকা সাথ, সবকা বিকাশ’। আর ওরা বলে – ‘পরিবারের সাথে, পরিবারের বিকাশ’। এটা-ই ওদের রাজনীতির সারাংশ। বাবাসাহেব এমন রাজনীতির বিরুদ্ধে ছিলেন।”
advertisement
মোদি বিরোধীদের বিহারের উন্নয়নের পথে বাধা হিসেবেও তুলে ধরেন। তিনি বলেন, “আরজেডি ও কংগ্রেসের কার্যকলাপ বিহার বিরোধী এবং বিনিয়োগ বিরোধী। যেখানে ওরা উন্নয়নের কথা বলে, সেখানেই দোকান, শিল্প, ব্যবসা বন্ধ হয়ে যায়… ওরা দুর্নীতি, গুণ্ডারাজ, মাফিয়ার রাজনীতির পৃষ্ঠপোষক।”
এই আম্বেদকর বিতর্ক ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চড়িয়েছে। এমন সময়ে প্রধানমন্ত্রীর বিহার সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি জাতীয় তফসিলি জাতি কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে ওই ঘটনায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। এই চিঠির ফলে যাদব পরিবারকে ঘিরে চাপ আরও বেড়েছে।
advertisement
প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে বিহারে ৫৯০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
শুধু রাজনৈতিক বক্তব্যেই নয়, এদিন প্রধানমন্ত্রী মোদি সিওয়ান জেলায় একসঙ্গে ২৮টি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন, যার আর্থিক মূল্য ৫,৯০০ কোটিরও বেশি। এরমধ্যে রয়েছে বৈশালী-দেওরিয়া রেলপথ প্রকল্প, যার খরচ ৪০০ কোটি টাকা, এবং এই রুটে একটি নতুন ট্রেন পরিষেবাও চালু করেন তিনি।
advertisement
উত্তর বিহারে সংযুক্তির আরও এক মাইলফলক হিসেবে, পাটলিপুত্র (পাটনা) থেকে গোরখপুর (উত্তরপ্রদেশ) হয়ে মুজফ্ফরপুর ও বেতিয়া পর্যন্ত ‘বন্দে ভারত এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনও করেন তিনি।
‘মেক ইন ইন্ডিয়া – মেক ফর দ্য ওয়ার্ল্ড’ অভিযানের অংশ হিসেবে মারহোরা প্ল্যান্টে তৈরি একটি অত্যাধুনিক লোকোমোটিভ প্রধানমন্ত্রী গিনির উদ্দেশে রপ্তানির জন্য ফ্ল্যাগ অফ করেন। এটি ওই কারখানার প্রথম রপ্তানিযোগ্য ইঞ্জিন। এতে হাই হর্সপাওয়ারের ইঞ্জিন, উন্নত এসি প্রপালশন সিস্টেম, মাইক্রোপ্রসেসর-ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুনর্জননক্ষম ব্রেকিং প্রযুক্তি রয়েছে।
advertisement
সব মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিহারের মানুষকে বিশ্বাস করি… আমরা বিহারকে উন্নত করে তুলব।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 3:38 PM IST