Primary School : ১ জন ছাত্র এবং ১ জন শিক্ষক, তবুও রোজ চলে এই প্রাথমিক স্কুল
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Primary School : গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক
গণেশপুর : বিন্দু বিন্দু মিলেই যে সিন্ধু হয়, সে কথা আরও এক বার প্রমাণ করল মহারাষ্ট্রের এক প্রাথমিক স্কুল৷ শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই বিদ্যালয়টি খোলা আছে শুধুমাত্র একজন পড়ুয়ার জন্যই। তাকে পড়ান একজনই শিক্ষক। জেলা পরিষদ পরিচালিত এই প্রাথমিক স্কুলটি আছে ওয়াসিম জেলার সবথেকে ছোট গ্রাম গণেশপুরে৷ এই গ্রামে জনসংখ্যা মাত্র ১৫০৷ গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক৷
শিক্ষকের নাম কিশোর মানকর৷ সবেধন নীলমণি ছাত্রকে সব বিষয়ই পড়ান তিনি৷ জানিয়েছেন, ‘‘এই স্কুলে গত দু’বছর ধরে একজনই নথিভুক্ত ছাত্র আছে৷ আমি স্কুলের একমাত্র শিক্ষক৷’’ গ্রামের জনসংখ্যা মাত্র ১৫০ বলেই পড়ুয়া একজন বলে জানান তিনি৷ গত দু বছর ধরে গ্রামে প্রাথমিকে পড়ার মতো বয়সে কোনও শিশু পৌঁছয়নি৷ ফলে স্কুলে পড়ুয়ার সংখ্যাও বাড়েনি৷ স্কুলে শিক্ষকও তিনিই একজন থেকে গিয়েছেন৷
advertisement
আরও পড়ুন : অনলাইনে লুডো খেলতে গিয়ে পরিচয়, প্রেমিকের টানে অবৈধ উপায়ে ভারতে পাকিস্তানি কিশোরী, সংসার ফেলে ধৃত দুজনেই
advertisement
Maharashtra | A Zilla Parishad primary school in Ganeshpur village of Washim district runs only for one student
Population of the village is 150. There is only one student enrolled in the school for the last 2 years. I'm the only teacher in school: Kishore Mankar, school teacher pic.twitter.com/h6nOyZXlDf — ANI (@ANI) January 23, 2023
advertisement
একজন শিক্ষক হয়ে সামলান কী করে? কিশোর মানকর জানিয়েছেন, ‘‘সকাল ১০-৩০ থেকে ১২ পর্যন্ত আমি সব নিয়ম পালন করি৷ তার মধ্যে আছে জাতীয় সঙ্গীত গাওয়াও৷ তার পর শুরু হয় পঠনপাঠন৷ কিশোরই তাঁকে সব বিষয় পড়ান৷ পড়াশোনার পাশাপাশি স্কুলে মিড ডে মিল-ও দেওয়া হয় সরকারি নিয়ম মেনে৷ সেটার দায়িত্বও পালন করেন কিশোর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 5:38 PM IST