Primary School : ১ জন ছাত্র এবং ১ জন শিক্ষক, তবুও রোজ চলে এই প্রাথমিক স্কুল

Last Updated:

Primary School : গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক

গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক
গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক
গণেশপুর : বিন্দু বিন্দু মিলেই যে সিন্ধু হয়, সে কথা আরও এক বার প্রমাণ করল মহারাষ্ট্রের এক প্রাথমিক স্কুল৷ শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই বিদ্যালয়টি খোলা আছে শুধুমাত্র একজন পড়ুয়ার জন্যই। তাকে পড়ান একজনই শিক্ষক। জেলা পরিষদ পরিচালিত এই প্রাথমিক স্কুলটি আছে ওয়াসিম জেলার সবথেকে ছোট গ্রাম গণেশপুরে৷ এই গ্রামে জনসংখ্যা মাত্র ১৫০৷ গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক৷
শিক্ষকের নাম কিশোর মানকর৷ সবেধন নীলমণি ছাত্রকে সব বিষয়ই পড়ান তিনি৷ জানিয়েছেন, ‘‘এই স্কুলে গত দু’বছর ধরে একজনই নথিভুক্ত ছাত্র আছে৷ আমি স্কুলের একমাত্র শিক্ষক৷’’ গ্রামের জনসংখ্যা মাত্র ১৫০ বলেই পড়ুয়া একজন বলে জানান তিনি৷ গত দু বছর ধরে গ্রামে প্রাথমিকে পড়ার মতো বয়সে কোনও শিশু পৌঁছয়নি৷ ফলে স্কুলে পড়ুয়ার সংখ্যাও বাড়েনি৷ স্কুলে শিক্ষকও তিনিই একজন থেকে গিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
একজন শিক্ষক হয়ে সামলান কী করে? কিশোর মানকর জানিয়েছেন, ‘‘সকাল ১০-৩০ থেকে ১২ পর্যন্ত আমি সব নিয়ম পালন করি৷ তার মধ্যে আছে জাতীয় সঙ্গীত গাওয়াও৷ তার পর শুরু হয় পঠনপাঠন৷ কিশোরই তাঁকে সব বিষয় পড়ান৷ পড়াশোনার পাশাপাশি স্কুলে মিড ডে মিল-ও দেওয়া হয় সরকারি নিয়ম মেনে৷ সেটার দায়িত্বও পালন করেন কিশোর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Primary School : ১ জন ছাত্র এবং ১ জন শিক্ষক, তবুও রোজ চলে এই প্রাথমিক স্কুল
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement