Love Story: অনলাইনে লুডো খেলতে গিয়ে পরিচয়, প্রেমিকের টানে অবৈধ উপায়ে ভারতে পাকিস্তানি কিশোরী, সংসার ফেলে ধৃত দুজনেই
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Love Story: লুডোর দানের পাশাপাশি জমে গেল দুই খেলোয়াড়ের প্রেমও
বেঙ্গালুরু : অনলাইন লুডোখেলাতেই লুকিয়ে ছিল কামদেবের শর৷ খেলার শুরুতে টের পাননি উত্তরপ্রদেশের তরুণ বা পাকিস্তানি কিশোরী, কেউই৷ শেষে লুডো খেলতে খেলতই প্রেম এবং প্রেমের করুণ পরিণতি৷ উত্তরপ্রদেশের তরুণের নাম মুলায়ম সিং যাদব৷
তিনি অনলাইনে লুডো খেলতেন পাকিস্তানের পঞ্চদশী ইকরা জীওয়ানির সঙ্গে৷ লুডোর দানের পাশাপাশি জমে গেল দুই খেলোয়াড়ের প্রেমও৷
শেষে ২৬ বছরের মুলায়মের জন্য ঘর ছাড়ল ১৫ বছর বয়সি ইকরা৷ অভিযোগ, ভুয়ো নথিপত্র জমা দিয়ে সে সীমানা পেরিয়ে ভারতে ঢোকে বেআইনিভাবে৷ ২০২২-এর সেপ্টেম্বর মাস থেকে দু’জনে একসঙ্গে থাকছিলেন বেঙ্গালুরু শহরে৷
advertisement
আরও পড়ুন : বিয়ের আসরে ১০ টাকার নোটের বান্ডিল গুনতে ব্যর্থ বর! চরম সিদ্ধান্ত নিলেন কনে
সেখান থেকেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন মুলায়ম৷ বেলন্দর থানার কাছে লেবারার্স কোয়ার্টারে থাকতেন ইকরাকে নিয়ে৷
advertisement
তদন্তে জানা গিয়েছে, মুলায়মের সঙ্গে পরিকল্পনা করে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে ইকরা৷ কাঠমান্ডুতে নাকি বিয়েও করে এই প্রেমিক জুটি৷ কিন্তু শেষরক্ষা হল না৷ গ্রেফতারের পর ইকরাকে তুলে দেওয়া হয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে৷ মামলা রুজু করা হয়েছে ধৃত মুলায়মের বিরুদ্ধে৷ যার বাড়িতে এই জুটি থাকত, গ্রেফতার করা হয়েছে সেই গোবিন্দ রেড্ডিকেও৷ তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পুলিশকে না জানিয়ে বিদেশি নাগরিককে অবৈধভাবে বাড়িতে থাকতে দেওয়ার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 2:27 PM IST