UP Bride: বিয়ের আসরে ১০ টাকার নোটের বান্ডিল গুনতে ব্যর্থ বর! চরম সিদ্ধান্ত নিলেন কনে

Last Updated:

UP Bride: ঘটনার জেরে তীব্র বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ফারুকাবাদ : শেষ মুহূর্তে বিয়ে ভাঙলেন কনে৷ এই ঘটনা উত্তরপ্রদেশের ফারুকাবাদের৷ হবু স্বামীর মানসিক সমস্যার কথা টের পেতেই চরম সিদ্ধান্ত নেন তরুণী৷ তবে সকলের আগে গণ্ডগোল ধরা পড়ে পুরোহিতের চোখে৷ তাঁর মনে হয় পাত্রের আচরণে কোনও একটা সমস্যা আছে৷
তিনি সঙ্গে সঙ্গে সে কথা জানান কনের পরিবারে৷ দ্বন্দ্ব কাটাতে পাত্রকে সে সময় টাকার বান্ডিল ধরিয়ে গুনতে বলা হয়৷ কিন্তু দেখা যায়, তিনি পারছেন না৷ সঙ্গে সঙ্গে বিয়ে বাতিল করে দেন কনে, রীতা সিং৷ ঘটনার জেরে তীব্র বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার৷
ফারুকাবাদ জেলার মহম্মদাবাদ কোতওয়ালি এলাকার দুর্গাপুর গ্রামের বাসিন্দা রীতার পরিবারের অভিযোগ, পাত্রের মানসিক সমস্যার কথা তাঁরা বিয়ের আগে বিন্দুমাত্র জানতেন না৷
advertisement
advertisement
আরও পড়ুন :  ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ অফার রেলের! বেড়িয়ে এসে টাকা দিন সুবিধেমতো সহজ কিস্তিতে
রীতার মা মোহিত জানিয়েছেন তাঁদের এক ঘনিষ্ঠ আত্মীয়ের সূত্রে এই সম্বন্ধ এসেছিল৷ তাই বিশ্বাস করে মেয়ের বিয়ে দিতে এগিয়েছিলেন তাঁরা৷ কিন্তু পুরোহিতের সন্দেহ হওয়ায় ১০ টাকার মোট ৩০ টি নোট বরকে গুনতে দেওয়া হয়৷ তিনি না পারায় ২১ বছরের রীতা তাঁকে বিয়ে করতে অসম্মত হন৷
advertisement
মেয়ের অসম্মতি থাকায় এই বিয়ে থেকে পিছিয়ে আসেন রীতার পরিবারও৷ এই নিয়ে দু’ পক্ষের মধ্যে বিবাদ চরমে পৌঁছয়৷ শেষে এমনই পরিস্থিতি দাঁড়ায় যে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ তবে কোনও পরিবারই এই নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
UP Bride: বিয়ের আসরে ১০ টাকার নোটের বান্ডিল গুনতে ব্যর্থ বর! চরম সিদ্ধান্ত নিলেন কনে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement