PM Modi security breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতি নিয়ে উদ্বীগ্ন রাষ্ট্রপতি, মোদি-কোবিন্দ সাক্ষাৎ

Last Updated:

Ram Nath Kovind: ঘটনার ব্যপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কী করে নিরাপত্তায় এমন গাফিলতি ঘটল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

ছবি - এএনআই
ছবি - এএনআই
#নয়াদিল্লি: পঞ্জাবে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) সঙ্গে দেখা করেন তিনি। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, পঞ্জাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রাষ্ট্রপতি বিস্তারিত খবর নেন। তিনি ঘটনার ব্যপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কী করে নিরাপত্তায় এমন গাফিলতি ঘটল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা গাফিলতি, মামলা শুনবে সুপ্রিম কোর্ট! শুনানি আগামিকাল...
এ দিকে পঞ্জাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সরব হয় বিজেপি। পঞ্জাব সরকারের গাফিলতির কথা তুলে ধরতে শুরু করে বিজেপির জাতীয় নেতৃত্ব। পাল্টা কংগ্রেসের তরফ থেকে একাধিক সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলা হয় প্রধানমন্ত্রী সড়ক সফর নিয়েও। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রশ্ন করেন, পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে অসন্তোষ আছে, সে কথা সকলেই জানে। তার পরেও কেন তিনি এ ভাবে শেষ মুহূর্তে সড়ক পথে গেলেন?
advertisement
advertisement
এ দিকে সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে একটি মামলা রুজু হয়েছিল। সেটি নিয়েও বিস্তর সমালোচনার মুখে পড়েছে পঞ্জাব সরকার। সুপ্রিম কোর্ট বলেছে পঞ্জাবের মুখ্য সচিব ও পুলিশের ডিজিকে এই বিষয়ের দায়িত্ব নিতে হবে। তাঁদের বরখাস্ত করার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে দায়িত্ব নিতেও বলা হয়েছে। আদালত জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে শুক্রবার। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তের স্বার্থে একটি দুই সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে পঞ্জাব সরকার। সেই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি  মেহতাব গিল ও পঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের সচিব অনুরাগ বর্মা। তিন দিনের মধ্যে এই নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi security breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতি নিয়ে উদ্বীগ্ন রাষ্ট্রপতি, মোদি-কোবিন্দ সাক্ষাৎ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement