Ram Nath Kovind: আচমকাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
জানা যাচ্ছে, সকালে আচমকাই বুকে ব্যথা ও অস্বস্তি হওয়ায় আজ শুক্রবার দিল্লির আর্মি হাসপাতালে যান তিনি।
#নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জানা যাচ্ছে, সকালে আচমকাই বুকে ব্যথা ও অস্বস্তি হওয়ায় আজ শুক্রবার দিল্লির আর্মি হাসপাতালে যান তিনি। তাঁর মেডিকেল বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রামনাথ কোবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখছেন। বিভিন্ন পরীক্ষা করেও দেখা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, রামনাথ কোবিন্দের কিছু রুটিন চেক আপ চলছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল।
জানা যাচ্ছে হাসপাতালে ইতিমধ্যেই কোবিন্দের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছে রাষ্ট্রপতিভবন। তবে আরও একটি বিষয় চিকিৎসকরা খতিয়ে দেখছেন।
advertisement
ইতিমধ্যেই কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি। তার প্রতিক্রিয়া স্বরূপ এই অসুস্থতা নাকি অন্য কোনও কারণে বুকে ব্যথা তার দিকে নজর দিচ্ছেন তাঁরা। যদিও রাষ্ট্রপতিভবনের দাবি রুটিন চেকআপের জন্যই তিনি হাসপাতালে গিয়েছেন। প্রসঙ্গত, আজ সকালেই বাংলাদেশকে স্বাধীনতা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রামনাথ কোবিন্দ।
Location :
First Published :
March 26, 2021 2:23 PM IST