উপত্যকায় রাজ্যপালের শাসনে সম্মতি রাষ্ট্রপতির

Last Updated:

রাজ্যপালের শাসন জারি হচ্ছে জাম্মু ও কাশ্মীরে ৷ রাজ্যপালের শাসনের পক্ষে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে মেহবুবা মুফতির পদত্যাগের পরই জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন নিয়ে শুরু হয় জল্পনা ৷

#জম্মু ও কাশ্মীর: রাজ্যপালের শাসন জারি হচ্ছে জাম্মু ও কাশ্মীরে ৷ রাজ্যপালের শাসনের পক্ষে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে মেহবুবা মুফতির পদত্যাগের পরই জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন নিয়ে শুরু হয় জল্পনা ৷ রাজ্যপাল এনএন ভোরা তাঁর রিপোর্ট পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে ৷ তারপরই রাজ্যপালের শাসনের মতে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি ৷ এই নিয়ে অষ্টমবার কেন্দ্রের শাসন জারি হবে স্পর্শকাতর এই রাজ্যে ৷
কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের বাড়বাড়ন্তে লাগাম টানতে সংঘর্ষ বিরতি চুক্তি প্রত্যাহার করতে চাইছিল বিজেপি ৷ তবে তার বিপক্ষেই ছিল পিডিপি ৷ সেই থেকেই শুরু হয় বিজেপি-পিডিপি মতবিরোধ ৷ গত পরশু সংঘর্ষবিরতির চুক্তি প্রত্যাহার হয় উপত্যকায় ৷ তারপরই কাশ্মীরের জোট সরকার থেকে নিজেদের সরিয়ে নেয় বিজেপি ৷ ভাঙে পিডিপি-বিজেপি জোট ৷ পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷
advertisement
advertisement
পবিত্র রমজান মাসে, উপত্যকায় শান্তি বজায় রাখতে ১৭ মে সংঘর্ষবিরতির ঘোষণা করে কেন্দ্র ৷ কিন্তু কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ১৭ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ১৮টি হিংসার ঘটনা ঘটলেও, সংঘর্ষে বিরতির সময় প্রায় ৫০টি হিংসার ঘটনা ঘটে ৷ খুন হন সাংবাদিক সুজাত বুখারিও ৷ এতেই প্রমাদ গোনে কেন্দ্র ৷ তড়িঘড়ি চুক্তি প্রত্যাহারের ডাক দেওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উপত্যকায় রাজ্যপালের শাসনে সম্মতি রাষ্ট্রপতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement