Premanand Maharaj Health Update: মুখ ফুলে দ্বিগুণ, বন্ধ হয়ে যাচ্ছে চোখ...! গুরুতর অসুস্থ প্রেমানন্দ জি মহারাজ, কী হয়েছে তাঁর? জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Premanand Maharaj: প্রেমানন্দ মহারাজ অসুস্থ। এই কারণে, তিনি তীর্থযাত্রায় যেতে পারছেন না। ২০০৬ সালে প্রেমানন্দ জি মহারাজ পেটে ব্যথা অনুভব করেন, তখন তিনি কানপুরে নানা শারীরিক পরীক্ষা করান। পরীক্ষায় জানা যায়, তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। পলিসিস্টিক কিডনি রোগে ভুগছিলেন, যা জেনেটিক রোগ।
মথুরাঃ প্রেমানন্দ জি মহারাজের কোনও পরিচয়ের প্রয়োজন নেই। দেশ-বিদেশের মানুষ বৃন্দাবনের বিখ্যাত এই সাধককে দেখতে আসেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয়। সৎসঙ্গে তিনি জাগতিক ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রায়শই, সৎসঙ্গের পরে, ভক্তরা প্রেমানন্দ মহারাজকে নিজেদের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রশ্ন করেন, যার উত্তর তিনি খুব সহজেই দেন। তবে, সাধকের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাঁর নিয়মিত পদযাত্রাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। লক্ষ লক্ষ ভক্ত তাঁর স্বাস্থ্য নিয়ে হতাশ এবং চিন্তিত।
মহারাজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, bhajanmarg_official-এ একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সাধকের অবস্থা ভক্তদের আবেগাপ্লুত করে তুলেছে। প্রেমানন্দ জি মহারাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। সেই ভিডিওতে, মহারাজকে তাঁর ভক্তদের জ্ঞান প্রদান করতে দেখতে যাচ্ছে, কিন্তু তাঁর চোখ প্রায় বন্ধ। চোখ ফুলে গিয়েছে এবং মুখ রক্তাক্ত। তাঁর কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু এই অবস্থায়ও তিনি গভীর রাত পর্যন্ত বসে তাঁর ভক্তদের ধর্মের উপদেশ দিতেন। তিনি ব্যাখ্যা করেছিলেন কেন ভক্তরা তাদের কষ্টের মধ্যেও সেবা করে চলেছেন।
advertisement
advertisement
advertisement
প্রেমানন্দ মহারাজ বলেন, “এটাই আমাদের রীতি হয়ে দাঁড়িয়েছে। আমরা যতই কষ্টের মুখোমুখি হই না কেন, এই রীতি কখনও ভাঙে না।” তিনি আরও বলেন, যতক্ষণ না তিনি তাঁর দেবতাকে স্মরণ করেন, ততক্ষণ তিনি শান্তি পান না। ঈশ্বর আপনার কঠোর পরিশ্রমে সন্তুষ্ট হন, অলসতায় নয়। ঈশ্বর যখন আপনার কঠোর পরিশ্রম দেখেন, তখনই তিনি আপনার হাত ধরেন। ভিডিওটি দেখার পর ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ প্রতিক্রিয়া জানাতে শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ কিছুক্ষণ পর পরই ঘোলা হয়ে যায় চশমার কাচ! ছোট্ট ছোট্ট আঁচড় বিরক্তির কারণ! সহজ ‘এই’ উপায় মানুন, চশমা থাকবে বছরের পর বছর নতুন
এক ব্যবহারকারী বলেন, “গুরুজি, দয়া করে একটু বিশ্রাম নিন।” অন্য একজন বলেন, “আপনাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে।” একজন ব্যবহারকারী আবেগপ্রবণ হয়ে লেখেন, “এই মুখটি আমাদের হাসিয়ে দিত। কিন্তু আজ, আপনার মুখ দেখে আমাদের কষ্ট হচ্ছে।”
advertisement
প্রসঙ্গত, ২০০৬ সালে প্রেমানন্দ জি মহারাজ পেটে ব্যথা অনুভব করেন, তখন তিনি কানপুরে নানা শারীরিউক পরীক্ষা করান। পরীক্ষায় জানা যায়, তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। পলিসিস্টিক কিডনি রোগে ভুগছিলেন, যা জেনেটিক রোগ। এরপর তিনি দিল্লি যান, যেখানে ডাক্তার জানান তাঁর দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত এবং জীবনকাল সীমিত। এরপর তিনি বৃন্দাবনে চলে যান। প্রথমে কাশীতে থাকতেন এবং শিবের পুজো করতেন। তবে, বৃন্দাবনে তিনি রাধা নাম জপ করতে শুরু করেন। তখন থেকেই তিনি এই নাম জপ করছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 12:35 PM IST