Kolkata Siliguri Route: ডিসেম্বরেই বড় উপহার কেন্দ্রের! ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, অর্ধেক সময়ে পৌঁছন শিলিগুড়ি-কলকাতা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Kolkata Siliguri Route: যানবাহন চলাচলের ক্ষেত্রে এই বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে নিউ ফারাক্কা ব্রিজ। এই ব্রিজে দুই দিক মিলিয়ে মোট ৮৮ টি পিলার এবং ৮৬ স্প্যান বসানো হয়েছে। ২২০ সোলার স্ট্রিট লাইট এবং ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচে ৮০ টি ইলেকট্রিক স্ট্রিট লাইট-সহ মোট ৩০০ লাইট বসানো হবে।
advertisement
advertisement
advertisement
*তিনি আরও জানান, যানবাহন চলাচলের ক্ষেত্রে এই বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে নিউ ফারাক্কা ব্রিজ। এই ব্রিজে দুই দিক মিলিয়ে মোট ৮৮ পিলার এবং ৮৬ স্প্যান বসানো হয়েছে। পাশাপাশি মোট ২২০ সোলার স্ট্রিট লাইট এবং ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচে ৮০ ইলেকট্রিক স্ট্রিট লাইট-সহ মোট ৩০০ লাইট বসানো হবে। ইতিমধ্যে একদিকের স্ট্রিট লাইটের কাজ সম্পন্ন হয়েছে।
advertisement
advertisement