Prashant Kishor New Challenge: নতুন চ্যালেঞ্জ নিলেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে রুখতে এবার এই রাজ্যে পরীক্ষা ভোট গুরুর

Last Updated:

তেলেঙ্গানায় ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি৷ এই পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) উপরে ভরসা রাখার চেয়ে ভাল বিকল্প ছিল না কেসিআর-এর সামনে৷

প্রশান্ত কিশোর৷ Photo-PTI
প্রশান্ত কিশোর৷ Photo-PTI
#হায়দ্রাবাদ: ফের নতুন চ্যালেঞ্জ নিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ এবার নির্বাচনী বৈতরণী পেরোতে ভোট গুরু পিকে-র উপর ভরসা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)৷ প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা যে এবার তাঁর সঙ্গে কাজ করবে, এ দিন নিজেই সেকথা জানিয়েছেন তেলেঙ্গানার (Telengana) মুখ্যমন্ত্রী৷
প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) পাশে পেয়ে রীতিমতো আত্মবিশ্বাসী কেসিআর একই সঙ্গে দাবি করেছেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল ৯৫ থেকে ১০৫টি আসনে জয় পাবেই৷
advertisement
তেলেঙ্গানায় ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি৷ এই পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে প্রশান্ত কিশোরের উপরে ভরসা রাখার চেয়ে ভাল বিকল্প ছিল না কেসিআর-এর সামনে৷ গত ফেব্রুয়ারি মাসে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে কালেশ্বরমে একটি সেচ প্রকল্পের কাজ দেখতে গিয়েছিলেন প্রশান্ত কিশোর৷ যেহেতু কেসিআর-এর সঙ্গে প্রকাশ রাজের সম্পর্ক ভাল, সেই সূত্রেই পিকে-র সঙ্গে কেসিআর হাত মেলাতে পারেন বলে তার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল৷
advertisement
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'অনেকেই জানেন না, গত সাত- আট বছর ধরেই প্রশান্ত কিশোর আমার সবথেকে ভাল বন্ধু৷ আরও মনে রাখা উচিত, প্রশান্ত কিশোর জীবনে কোনও দিন কোনও কাজের জন্য টাকা নেন না৷' পিকে-র ভূয়সী প্রশংসা করে কেসিআর-এর আরও দাবি, প্রশান্ত কিশোর দেশের জন্য কতটা ভাবেন এবং করেন, তা না জেনেই অনেকে ভোট কুশলীর সমালোচনা করেন৷
advertisement
কেসিআর-এর দাবি, জাতীয় স্তরে বড় পরিবর্তন আনতেই পিকে-র সঙ্গে হাত মিলিয়েছেন তিনি৷ এ দিন হায়দ্রাবাদে সাংবাদিক বৈঠকে কেসিআর বলেন, 'জাতীয় স্তরে বড় পরিবর্তন আনতে প্রশান্ত কিশোরের সঙ্গে আমার আলোচনা চলছে৷ এ নিয়ে তো কারও আপত্তি থাকতে পারে না! কেন তাঁরা প্রশান্ত কিশোরকে বিপদ হিসেবে দেখছেন? কেনই বা কান্নাকাটি করছেন?'
advertisement
২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি-র বিপুল সাফল্যের পিছনে বড় অবদান ছিল প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক-এর৷ তার পর থেকে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের হয়েও কাজ করে সাফল্য পেয়েছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা৷ ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির, ওই বছরই বিহারে মহাজোটের সাফল্য, ২০১৭ সালে পঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতায় আনা, তামিলনাড়ুতে ডিএমকে-র জয়ের পাশাপাশি ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে অবদান রয়েছে প্রশান্ত কিশোরের৷
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor New Challenge: নতুন চ্যালেঞ্জ নিলেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে রুখতে এবার এই রাজ্যে পরীক্ষা ভোট গুরুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement