Prashant Kishor: শুধু অন্যের হয়ে কৌশল নয়, আগামিকালই পটনায় নিজের রাজনৈতিক দল ঘোষণা করবেন প্রশান্ত কিশোর!

Last Updated:

PK's Jan Suraj Party: সরাসরি কোনও রাজনৈতিক দলের ঘোষণা না করলেও ওই ট্যুইটে ‘জন সূরয’ নামটির উল্লেখ করেছেন পিকে।

#পটনা: জন্মস্থান বিহার আর সেই বিহারেই নিজের জীবনের অন্যতম বড় বাঁকবদল ঘটাতে চলেছেন প্রশান্ত কিশোর! পিকের নয়া সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলতে চলেছে বলেই অনুমান রাজনীতিবিদদের একাংশের! বৃহস্পতিবার, নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন পিকে। বেশ কিছুদিন ধরেই বিহারে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে জন সংযোগ বাড়িয়ে চলেছেন এই নির্বাচনী কৌশলবিদ। সূত্রের খবর, আগামিকাল দুপুর ১ টার সময় প্রশান্ত কিশোর একটি সাংবাদিক সম্মেলন করবেন। আর সেখানেই কিছু ঘোষণা করতে পারেন তাঁর নিজের দলের বিষয়ে। সোমবার সকালেই প্রশান্ত ট্যুইটে লিখেছিলেন, ‘‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এবার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।”
সরাসরি কোনও রাজনৈতিক দলের ঘোষণা না করলেও ওই ট্যুইটে ‘জন সূরয’ নামটির উল্লেখ করেছেন পিকে। পিকে ‘জন সূরয’ বলতে বুঝিয়েছেন, ‘পিপলস্ গুড গভর্ন্যান্স’ অর্থাৎ মানুষের সুশাসন। সমাজকর্মী, RTI কর্মী থেকে শুরু করে পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রশান্ত কিশোর। এই প্রসঙ্গে I-PAC-এর এক পদস্থ আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, “বিহারবাসীর সঙ্গে সাক্ষাৎ করছেন পিকে। সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন।”
advertisement
advertisement
সপ্তাহখানেক আগেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা ঘিরে উত্তাল ছিল রাজনৈতিক মহল। কংগ্রেসের সনিয়া গান্ধি সহ একাধিক নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন পিকে। কিন্তু, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ প্রশান্ত জানিয়ে দেন সনিয়া গান্ধির প্রস্তাব প্রত্যাখান করছেন তিনি। কংগ্রেসে যোগদানের প্রস্তাব ফেরানোর পর পিকে এক ট্যুইটে জানান, “কংগ্রেসে যোগদান ও ভোটের দায়িত্ব গ্রহণের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। আমার বিনীত মত, গঠনমূলক সংস্কারের মাধ্যমে দলের সমস্যা সমাধানের জন্য আমার চেয়েও দলের এখন প্রয়োজন নেতৃত্ব ও সম্মিলিত সদিচ্ছার।"
advertisement
নীতীশ কুমারের দল জেডিইউ’র গুরুত্বপূর্ণ নেতা ছিলেন প্রশান্ত কিশোর। যদিও, পরবর্তীতে নীতীশের সঙ্গে পিকের সম্পর্কে চিড় ধরে এবং জেডিইউ ছেড়ে বেরিয়ে আসেন প্রশান্ত কিশোর। নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরকে সক্রিয় রাজনীতির অংশ হতে দেখা যায়নি এর পরে। গত বছর মে মাসে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়ের নেপথ্যের কাণ্ডারী হিসেবে পিকেকেই মান্যতা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্য দলের রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে করতে নিজের রাজনৈতিক মানচিত্র কীভাবে গড়তে চলেছেন পিকে এখন মূল প্রশ্ন সেইটিই।
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: শুধু অন্যের হয়ে কৌশল নয়, আগামিকালই পটনায় নিজের রাজনৈতিক দল ঘোষণা করবেন প্রশান্ত কিশোর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement