Prashant Kishor: 'একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি...', নীতীশ কুমার নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Prashant Kishor on Nitish Kumar : বিহারের রাজনৈতিক নাটক নিয়ে এবার নীরবতা ভাঙলেন নির্বাচনী বিশ্লেষক প্রশান্ত কিশোর। নীতীশ কুমারকে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা।
#পটনা: এতদিন দুই শিবির ছিল দুই মেরুতে৷ কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই৷ তাই ফের একবার আরজেডি-র হাত ধরলেন নীতীশ কুমার৷ এতদিন বিরোধী দলনেতা হিসেবে নীতীশ সরকারের তীব্র সমালোচক তেজস্বী যাদব এবার হতে চলেছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী৷ ২০১৭ সালে এই তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই ছিন্ন হয়েছিল আরজেডি- জেডিইউ জোট৷ এদিকে বিহারের রাজনৈতিক নাটক নিয়ে এবার নীরবতা ভাঙলেন নির্বাচনী বিশ্লেষক প্রশান্ত কিশোর। নীতীশ কুমারকে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা।
প্রশান্ত কিশোর সিওয়ানের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে বিহারের বর্তমান পরিস্থিতি ও নীতীশ কুমারের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, বিহারের মানুষ এনডিএ-র নামে নীতীশ কুমারকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। এখন যে সরকারই থাকুক না কেন, জনগণ তাকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। একইভাবে, জনগণ গতবার মহাজোটকে বেছে নিয়েছিল, কিন্তু ২০১৭ সালে নীতীশ কুমার এটি ছেড়ে দিয়ে একটি নতুন দল গঠন করেছিলেন, সেই সরকার পাঁচ বছর স্থায়ী হয়েছিল। এমতাবস্থায় মধ্যবর্তী নির্বাচন হলে এর বোঝা জনগণের ওপরই বর্তাবে।
advertisement
advertisement
প্রশান্ত কিশোর বলেন, "এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি, সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হলে পাঁচ বছর পূর্ণ করুক। তিনি আরও বলেন, "এতে আমার কোনও ভূমিকা নেই, কার সরকার গঠন হবে সেটা তার চিন্তা। কারণ আমি পক্ষেও না, বিরোধী দলেও নয়। রাজনৈতিক দলগুলির তাদের বিধায়কদের সঙ্গে দেখা করা কিছু বিস্ময়কর বিষয়। আমি একজন সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে কী ঘটছে তা দেখছি এবং বিহারের জনগণের সঙ্গে দেখা করছি।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 7:08 PM IST