Nitish Kumar: পাশা যাই হোক, 'বাজি' জিতবেন তিনিই! রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন নীতীশ কুমার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bihar || Nitish Kumar: ইঞ্জিনিয়ারিং পড়া নীতীশ কুমার ২০০০ সালে প্রথমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হন। ২০০০ সালের ৩ মার্চ নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তবে মাত্র সাত দিনের মধ্যেই প্রথম তার সরকারের পতন হয়।
নীতীশ কুমার বিহারের রাজনৈতিক ময়দানকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে পাশা যাই হোক না কেন, তিনিই বাজিটি ধরেন। এবারও তেমন কিছু ঘটতে যাচ্ছে। এতদিন যাবৎ দেখা গিয়েছে জোট হোক বিজেপির সঙ্গে বা আরজেডির সঙ্গে, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেবল নীতীশ কুমার। আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। নীতীশ কুমার বিজেপির সঙ্গে জোট শেষ করতে যাচ্ছেন এবং আরজেডির সঙ্গে বিহারে সরকার গঠন করতে চলেছেন। হতে চলেছেন আগামী মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
তবে, তেজস্বী যাদব কী শর্তে রাজি হন, সেটাই দেখার। মনে করা হচ্ছে, আরজেডি তেজস্বী যাদবকে ডেপুটি সিএম এবং স্বরাষ্ট্র দফতর দেওয়ার দাবি করছে। আজ বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে বিকেল চারটেয় ইস্তফা দিলেন নীতিশ কুমার। তিনি বলেন দলের সিদ্ধান্তেই এনডিএ থেকে পদত্যাগ করেছেন। রাজভবনে ইস্তফাপত্র দিয়েই লালুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নীতীশ কুমার।
advertisement
Nitish Kumar resigns as Chief Minister of Bihar, breaks alliance with BJP#BiharPoliticalCrisis pic.twitter.com/GwtSlL2KG8
— ANI (@ANI) August 9, 2022
নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় নীতীশ কুমার রাজনীতির এক দুর্দান্ত খেলোয়াড়। ইঞ্জিনিয়ারিং পড়া নীতীশ কুমার ২০০০ সালে প্রথমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হন। ২০০০ সালের ৩ মার্চ নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তবে মাত্র সাত দিনের মধ্যেই প্রথম তার সরকারের পতন হয়।
advertisement
এরপরে, ২৪ নভেম্বর ২০০৫-এ, নীতীশ কুমার দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী হন। তারপর তার মেয়াদ ২৪ নভেম্বর ২০০৫ থেকে ২৪ নভেম্বর ২০১০ পর্যন্ত টানা পাঁচ বছর স্থায়ী হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 4:04 PM IST