Nitish Kumar: পাশা যাই হোক, 'বাজি' জিতবেন তিনিই! রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন নীতীশ কুমার

Last Updated:

Bihar || Nitish Kumar: ইঞ্জিনিয়ারিং পড়া নীতীশ কুমার ২০০০ সালে প্রথমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হন। ২০০০ সালের ৩ মার্চ নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তবে মাত্র সাত দিনের মধ্যেই প্রথম তার সরকারের পতন হয়।

নীতীশ কুমার
নীতীশ কুমার
নীতীশ কুমার বিহারের রাজনৈতিক ময়দানকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে পাশা যাই হোক না কেন, তিনিই বাজিটি ধরেন। এবারও তেমন কিছু ঘটতে যাচ্ছে। এতদিন যাবৎ দেখা গিয়েছে জোট হোক বিজেপির সঙ্গে বা আরজেডির সঙ্গে, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেবল নীতীশ কুমার। আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। নীতীশ কুমার বিজেপির সঙ্গে জোট শেষ করতে যাচ্ছেন এবং আরজেডির সঙ্গে বিহারে সরকার গঠন করতে চলেছেন। হতে চলেছেন আগামী মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
তবে, তেজস্বী যাদব কী শর্তে রাজি হন, সেটাই দেখার। মনে করা হচ্ছে, আরজেডি তেজস্বী যাদবকে ডেপুটি সিএম এবং স্বরাষ্ট্র দফতর দেওয়ার দাবি করছে। আজ বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে বিকেল চারটেয় ইস্তফা দিলেন নীতিশ কুমার। তিনি বলেন দলের সিদ্ধান্তেই এনডিএ থেকে পদত্যাগ করেছেন। রাজভবনে ইস্তফাপত্র দিয়েই লালুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নীতীশ কুমার।
advertisement
নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় নীতীশ কুমার রাজনীতির এক দুর্দান্ত খেলোয়াড়। ইঞ্জিনিয়ারিং পড়া নীতীশ কুমার ২০০০ সালে প্রথমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হন। ২০০০ সালের ৩ মার্চ নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তবে মাত্র সাত দিনের মধ্যেই প্রথম তার সরকারের পতন হয়।
advertisement
এরপরে, ২৪ নভেম্বর ২০০৫-এ, নীতীশ কুমার দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী হন। তারপর তার মেয়াদ ২৪ নভেম্বর ২০০৫ থেকে ২৪ নভেম্বর ২০১০ পর্যন্ত টানা পাঁচ বছর স্থায়ী হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: পাশা যাই হোক, 'বাজি' জিতবেন তিনিই! রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন নীতীশ কুমার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement