Prashant Kishor: এবার সরাসরি সংঘাত! সম্রাট চৌধুরিকে তীব্র আক্রমণ প্রশান্ত কিশোরের! বার্তা কি সরাসরি মোদিকেই?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: স্বজনপোষন নিয়েও বিজেপিকে কোণঠাসা করেছেন প্রশান্ত কিশোর।
পটনা: এবার কি বিজেপির সঙ্গে সংঘাত বাঁধল ভোটকুশলী প্রশান্ত কিশোরের? শুক্রবার একটি বিবৃতি জারি করে বিহার বিজেপির রাজ্য সভাপতি তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির সমালোচনা করেছেন জন সুরজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সম্রাট চৌধুরিকে আক্রমণ শানিয়ে পিকে চমকপ্রদ দাবিও করেছেন। কিশোরের কথায়, ”বিহারের উপমুখ্যমন্ত্রী থাকার জন্য সম্রাট চৌধুরি নিজেরই গলা কেটেছেন।”
আরারিয়ায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বলেন, ”বিহারে একজন নেতা, যার নাম সম্রাট চৌধুরি, তিনি প্রতিজ্ঞা করেছিলেন নীতীশ কুমারকে পদ থেকে সরিয়ে দেবেন। কিন্তু উপমুখ্যমন্ত্রী হওয়ার লোভে সেই তিনিই নিজের মাথা ও প্রতিজ্ঞা দুটোই বিসর্জন দিয়ে দিয়েছেন। সম্রাট চৌধুরির একমাত্র লক্ষ্য ছিল নীতীশ কুমারকে হারানো, কিন্তু এখন দেখুন তাঁর লক্ষ্য কেবল উপমুখ্যমন্ত্রী থাকা।”
advertisement
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার জন্ম আছে কিন্তু ‘মৃত্যু’ নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!
advertisement
স্বজনপোষন নিয়েও বিজেপিকে কোণঠাসা করেছেন প্রশান্ত কিশোর। বলেছেন, ”সম্রাট চৌধুরি বিহারে নতুন নেতা নন। আগের মন্ত্রিসভাতেও মন্ত্রী ছিলেন তিনি, কিন্তু মন্ত্রী থেকেও তিনি কী করেছেন? বিজেপির লোকেরা পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা বলেন, দয়া করে বলুন, কে এই সম্রাট চৌধুরি?” নিজেই জবাব দিয়ে পিকে বলেন, ”সম্রাট হল শকুনি চৌধুরির ছেলে। লালু প্রসাদ যাদবের সরকারে মন্ত্রী ছিলেন শকুনি চৌধুরি। তিনি নীতীশ কুমার সরকারের মন্ত্রীও ছিলেন। এমনকি জিতন রাম মাঝি মুখ্যমন্ত্রী হওয়ার পরও মন্ত্রী হয়েছিলেন। সম্রাট চৌধুরী কিন্তু আকাশ থেকে নামেননি।”
advertisement
প্রশান্ত কিশোর রীতিমতো শোরগোল ফেলে দিয়ে বলেন, ”বিহারের আগামী বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতি হবে নীতীশ কুমারের। রাজনৈতিকভাবে নীতীশ কুমার এমনিতেই মরা সাপ। যেই তাঁকে গলায় পেঁচাবে, তাঁরই ক্ষতি হবে। নীতীশ কুমার নিজে ডুবে গিয়েছেন, যে তার সঙ্গে যাবে, সে’ও ডুববে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 6:19 PM IST