ধর্ম নিরপেক্ষতাই ভারতের মূল আত্মা, আরএসএসের মঞ্চে বললেন প্রণব

Last Updated:

আরএসএসের সমাবর্তন অনু্ষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে বৃহস্পতিবার থেকেই সরগরম হয়ে উঠছিল দেশের রাজনৈতিক মহল ৷

#নাগপুর: আরএসএসের সমাবর্তন অনু্ষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে বৃহস্পতিবার থেকেই সরগরম হয়ে উঠছিল দেশের রাজনৈতিক মহল ৷ এমনকী, এই মঞ্চে প্রণব মুখোপাধ্যায়ের থাকা নিয়ে কিছুটা হলেও তিক্ততা উগড়ে ছিলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ তবে  প্রণব মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, যা বলার সঙ্ঘের মঞ্চ থেকেই বলবেন। অবশেষে সমারোহে অংশ নিলেন প্রণব মুখোপাধ্যায়।
আরএসএস-এর সমাবর্তনে প্রণব বললেন,
‘জাতীয়তাবাদ নিয়ে আমি এখানে ৷ ভারতের কথা বলতে আমি এখানে সহিষ্ণুতা, দেশাত্মবোধ, জাতীয়তাবাদ এই নিয়ে ভারতের সংজ্ঞা বোঝায় ৷ শিক্ষাক্ষেত্রে প্রাচীন ভারতের অবদান অবস্মরণীয় ৷ নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা অবদান রেখেছে ৷ সারা বিশ্বে আমরা একটাই পরিবার ৷ বিশ্বকে শিক্ষা দিয়েছে ভারত ৷ স্বদেশিকতা দেশের পরিচয় বহন করে ৷ ’
advertisement
প্রণব মুখোপাধ্যায় আরও বলেন,
‘পোশাক ও সংস্কৃতি দেশকে এগিয়ে দিয়েছে ৷ চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতাশালী রাষ্ট্র গঠন করেন ৷ ১৮০০ বছর ধরে ভারতের ঐতিহ্য ৷ ছিল বিশ্বের কাছে প্রধান শিক্ষা কেন্দ্র ৷ মুসলিম রাজত্ব থেকে ইংরেজদের হাতে ৷ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ দখল করে ৷ ভারত বরাবরই অন্যদের আশ্রয় দিয়েছে ৷ ভারতবাসী অসহিষ্ণুতার বিরোধী ৷ গণতন্ত্র কোনও উপহার নয়, দায়িত্ব ৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ৷ আসমুদ্র হিমাচল একটি সুতোয় বাঁধা ৷ ধর্মীয় সংহতি দেশের প্রধান শক্তি ৷ ’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ম নিরপেক্ষতাই ভারতের মূল আত্মা, আরএসএসের মঞ্চে বললেন প্রণব
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement