Pranab Mukherjee: ‘প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, কিন্তু...’ অবশেষে বড় কথা ‘ফাঁস’ কন্যা শর্মিষ্ঠার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তবে পাশাপাশি, শর্মিষ্ঠা এ-ও জানিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রী না করার জন্য সনিয়া গান্ধির বিরুদ্ধে কোনও বিরূপ মনোভাব পোষণ করতেন না প্রণব৷ এমনকি, যাঁকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল, সেই মনমোহন সিং-এর বিরুদ্ধেও নয়৷
নয়াদিল্লি: সফল কেন্দ্রীয় মন্ত্রী৷ রাজনীতিতে তাঁর কূটনৈতিক মতামতকে অগ্রাহ্য করতে পারতেন না স্বয়ং ইন্দিরা গান্ধিও৷ এমন ব্যক্তিত্বের মনে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা থাকবে না, এমনটা বোধহয় হওয়া সম্ভব নয়৷ সেই বাসনা প্রণব মুখোপাধ্যায়ের মধ্যেও ছিল৷ কিন্তু, কেন তা বাস্তবায়িত হল না? কী হয়েছিল ঠিক, এতদিন পরে বাবার স্মৃতিচারণা করতে গিয়ে সেসব কথা বললেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷
সম্প্রতি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে একটি বই লিখেছেন তাঁর কন্যা৷ সেই বইয়ে একদিকে যেমন উঠে এসেছে সনিয়া-রাহুলের কথা৷ তেমনই উঠে এসেছে নরেন্দ্র মোদির কথাও৷ বাবার স্মৃতিচারণায় লেখা সেই বইয়েই শর্মিষ্ঠা জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ারও ইচ্ছে ছিল প্রণবের৷
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শর্মিষ্ঠা বলেছেন, ‘‘উনি (প্রণব) প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু, এ-ও জানতেন যে, উনি কোনওদিন প্রধানমন্ত্রী হবেন না৷ তাই এমন কোনও ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকতেন না যে, উনি কোনওদিন প্রধানমন্ত্রী হবেন৷’’
advertisement
advertisement
আরও পড়ুন:‘PoK আমাদের,’ লোকসভায় দাঁড়িয়ে হুঙ্কার অমিত শাহর! কাশ্মীরের দু-দু’টো বিলে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
শর্মিষ্ঠা জানান, একদিন এ বিষয়ে তিনি সরাসরি তাঁর বাবাকে প্রশ্নও করেছিলেন৷ উত্তরে প্রণব মেয়েকে বলেছিলেন, ‘‘যে কোনও রাজনীতিকই (প্রধানমন্ত্রী) হতে চান, তার মানে এই নয় যে আমি প্রধানমন্ত্রী হব৷’’
এখানেই থেমে থাকেননি শর্মিষ্ঠা৷ তাঁকে যখন প্রশ্ন করা হয়, ২০০৪ সালে প্রণবের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল কিনা, উত্তরে শর্মিষ্ঠা দাবি করেন, আসলে সনিয়া গান্ধি ভাবতেন, প্রণব মুখোপাধ্যায় হয়ত তাঁর ‘কর্তৃত্ব’ মেনে নেবেন না৷ তাই সনিয়া নিজের পরিবারের স্বার্থেই এমন একজনকে প্রধানমন্ত্রী করেন, যিনি তাঁর ‘কর্তৃত্ব’ মেনে নেবেন৷
advertisement
#WATCH | Gurugram: On being asked if his father wanted to be the Prime Minister, Author and Daughter of former President Pranab Mukherjee, Sharmistha Mukherjee says, “Yes, he wanted to become the PM, but he knew that he couldn’t become one, so he was not in some disillusionment… pic.twitter.com/5PSu0e4UTp
— ANI (@ANI) December 6, 2023
advertisement
তবে পাশাপাশি, শর্মিষ্ঠা এ-ও জানিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রী না করার জন্য সনিয়া গান্ধির বিরুদ্ধে কোনও বিরূপ মনোভাব পোষণ করতেন না প্রণব৷ এমনকি, যাঁকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল, সেই মনমোহন সিং-এর বিরুদ্ধেও নয়৷
২০২১ সালেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ সম্প্রতি, নিজস্ব গবেষণা, প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরি এবং অন্যান্য নথিপত্র ঘেঁটে এবং তাঁর সঙ্গে তাঁর বাবার ব্যক্তিগত কথার স্মৃতিচারণা অবলম্বন করে একটি বই লিখেছেন শর্মিষ্ঠা৷ সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি করেছেন৷
advertisement
আরও পড়ুন: সলমনের সঙ্গে নাচের তালে পা, মমতাকে নিয়ে ‘বেফাঁস’ বিজেপি-র গিরিরাজ! তীব্র নিন্দা শশী-চন্দ্রিমার
বইয়ে শর্মিষ্ঠা দাবি করেনছেন, প্রণব মুখোপাধ্যায়ের মতে, ইন্দিরা গান্ধির পরে নরেন্দ্র মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি সাধারণ মানুষের মনে কথা বোঝার ক্ষমতা রাখেন৷ অন্যদিকে, রাহুলকে প্রণব রাজনৈতিক ভাবে অপরিণত বলে ভাবতেন বলে জানিয়েছেন শর্মিষ্ঠা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
December 06, 2023 8:19 PM IST