‘বাবার লেখা বই প্রকাশ করা বন্ধ হোক’, প্রকাশন সংস্থাকে ট্যুইট করলেন প্রণব পুত্র অভিজিৎ
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
এখনই বন্ধ করা হোক প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোরি’-এর প্রকাশনা ৷
#নয়াদিল্লি: এখনই বন্ধ করা হোক প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোরি’-এর প্রকাশনা ৷ এই বয়ানেই জনপ্রিয় বই প্রকাশন সংস্থা রূপা পাবলিকেশনকে ট্যুইট করে লিখলেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷
প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ‘আমি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ৷ আমি চাই, আমার বাবা প্রণব মুখোপাধ্যায়ের লেখা দ্য প্রেসিডেন্সিয়াল মেমোরি’র প্রকাশনা বন্ধ করা হোক ৷ প্রথমে আমি ওই বইটি ভালো করে পড়ে দেখবে, ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করব, তবে সেই বই প্রকাশ করার অনুমতি মিলবে ৷ বাবা বেঁচে থাকলেও এমনিটই চাইতেন !’
advertisement

advertisement
অন্যদিকে, এই ট্যুইটের বিপরীতে গিয়ে উত্তর দিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ তিনি জানালেন, ‘বাবাকে টেনে সহজে জনপ্রিয় হওয়ার পন্থা ছেড়ে দাও ৷ এই বইটি বাবা অসুস্থ অবস্থাতেই লিখেছিলেন এবং চেয়েছিলেন এই বইয়ের লেখা যেন অবিকল তিনি যেমন লিখেছেন তেমনই থাকে ৷ ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2020 5:49 PM IST