#নয়াদিল্লি: ফের বিস্ফোরক বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ৷ সংসদে দাঁড়িয়ে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে আখ্যা দিলেন ভোপালের বিজেপি সাংসদ ৷ দলীয় সাংসদের এমন উক্তিতে অস্বস্তিতে গেরুয়া শিবির ৷
একাধিকবার সতর্ক করা সত্বেও সাধ্বী প্রজ্ঞা আছেন স্বমূর্তিতেই ৷ ফের তাঁর বেলাগাম মন্তব্যে বেকায়দায় বিজেপি ৷ সংসদে এসপিজি নিয়ে আলোচনা চলাকালীন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে বসলেন প্রজ্ঞা সিং ঠাকুর ৷ সংসদে এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন ডিএমকে সাংসদ এ রাজা নাথুরাম গডসের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘নাথুরাম গডসে নিজেই স্বীকার করেছেন, গান্ধীকে মারার আগে ৩২ বছর ধরে তাঁর প্রতি বিদ্বেষ পুষে রেখেছিল।’ এ রাজার বক্তব্য শেষ হতে না হতেই মাঝপথে তাঁকে থামিয়ে প্রজ্ঞা ঠাকুর চিৎকার করে বলে ওঠেন, ‘আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না ৷’নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP MP, BJP MP Nathuram Godse, Godse, Godse as 'Deshbhakt', Nathuram Godse, Pragya Thakur