Tripura Assembly Election: ভোট পরবর্তী হিংসা চলছেই ত্রিপুরায়, পরস্পরকে দুষছে বিজেপি ও বাম-কংগ্রেস জোট

Last Updated:

বাম নেতাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ সবাইকে নিরপেক্ষভাবে সদা সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত৷
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত৷
আগরতলা: ভোট শেষ হয়েছে। ভোটের ফল ঘোষণা হতে এখনও বাকি ১০ দিন। আর এর মাঝেই প্রতিদিন ত্রিপুরা রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটছে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফল কী হবে, তার ভিত্তিতে জল্পনা করে, একাধিক জায়গায় অনভিপ্রেত উত্তেজনা সৃষ্টি হচ্ছে।
অভিযোগ, ত্রিপুরা জুড়েই ভোটের পর থেকে বিরোধীদের উপরে শারীরিক আক্রমণ, খুন, অগ্নিসংযোগ, বাড়িঘরে আক্রমণ, পরিবার প্রতিপালনের উৎসকে বিনষ্ট করে দেওয়া, মিথ্যা মামলা রুজু করে বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বিপদগ্রস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে। সিপিএম নেতৃত্বের দাবি, এই অবস্থায় শাসক দলের পক্ষ থেকে পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষভাবে সদর্থক ভূমিকা থাকা দরকার।
advertisement
advertisement
বাম নেতাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ সবাইকে নিরপেক্ষভাবে সদা সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে।বামেদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, দলমত নির্বিশেষে মানুষ নিজ নিজ এলাকায় শান্তি-সম্প্রীতি রক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসুক। এই বিষয়ে পুলিশ-প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন।
advertisement
উল্লেখ করা হয়েছে, কোনও প্ররোচনার ফাঁদে কেউ যাতে পা না বাড়ান। নিজেরাও এমন কোনও কাজ করবেন না যা প্ররোচনা সৃষ্টির সামিল হতে পারে। এর জন্যে সজাগ, সচেতন থাকতে হবে। আইন যাতে কেউ হাতে না নেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশ-প্রশাসন-নির্বাচন কমিশনকে সাহায্য ও সহযোগিতা করতে হবে। শান্তি-সম্প্রীতি রক্ষায় সবাই তাদের দায়িত্ব যেন যথাযথ ভাবে প্রতিপালন করেন, সেই অনুরোধও করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, শাসক দল বিজেপির পক্ষ থেকে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির জন্য দায়ী করা হচ্ছে বাম-কংগ্রেস জোটকে। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় এবার জেলা স্তরেও কমিটি গঠন করেছে ত্রিপুরা বিজেপি।বাম-কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক হিংসার অভিযোগ তুলল বিজেপি।তাদের অভিযোগ, ভোটে ভাল ফল করতে পারবে না বাম-কংগ্রেস জোট। তাই এই ধরনের অশান্তি তৈরি করছে জোট। এই অভিযোগ নিয়ে ত্রিপুরার জেলায় জেলায় যাবে বিজেপি। রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্য সভাপতির কাছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election: ভোট পরবর্তী হিংসা চলছেই ত্রিপুরায়, পরস্পরকে দুষছে বিজেপি ও বাম-কংগ্রেস জোট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement